২১শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, মঙ্গলবার, ৭ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২০শে রজব, ১৪৪৬ হিজরি

শিরোনামঃ-




১০ম বছরে পদার্পণ করলো নবজাগরণ ফাউন্ডেশন

ইমরান হোসেন, দোহার,ঢাকা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : ডিসেম্বর ১৩ ২০২১, ০৩:৫২ | 989 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

তরুণ স্বপ্নবাজদের নিয়ে গঠিত সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন “নবজাগরণ ফাউন্ডেশন” এর ৯ম বর্ষপূর্তি উদযাপন ও বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। রবিবার বিকেল ৩টায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ডীনস্ কমপ্লেক্সে অনুষ্ঠান শুরু হয়।
প্রতিবছরের ন্যায় এ বছরও বিভিন্ন আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে পালিত হয়েছে নবজাগরণ ফাউন্ডেশন  এর প্রতিষ্ঠা বার্ষিকী। এই অনুষ্ঠানের মধ্যে প্রধান হলো শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণী, শুভেচ্ছা বিনিময় কেক কেটে বর্ষপূর্তি উদযাপন। প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপনের সাথে নতুন কমিটিকে বরণ করা হয় এবং পুরাতন কমিটিকে বিদায়ী সংবর্ধনা দেয়া হয়।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন নবজাগরণ ফাউন্ডেশনের সাংগঠনিক সম্পাদক মো. সোহাগ আলী। অতঃপর চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়। এরপর একে একে বিদায়ী সদস্যবৃন্দ স্মৃতিচারণ করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইন বিভাগের সহকারী অধ্যাপক সাদিকুল ইসলাম, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোঃ সুলতান মাহমুদ, পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ড. মো. মনিমুল হক, হিসাববিজ্ঞান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. রুখসানা বেগম, এবং রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. ফারহাত তাসনিম।
পরবর্তীতে সাবেক সভাপতি মো. খালিদ হাসান ও সাধারণ সম্পাদক মো. রিফাত হোসেন যথাক্রমে ২০২০-২১ কার্যকরী কমিটি ও বিল্ডিং কমিটির সদস্যদের সংগঠনের আইডি কার্ড দিয়ে বরণ করে নেন।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন নবজাগরণ ফাউন্ডেশনের সাবেক সভাপতি কাজী রতন,
সাবেক সাধারন সম্পাদক শরীফুল ইসলাম, সাবেক সভাপতি মো. খালিদ হাসান, সাবেক সাধারন সম্পাদক মো. রিফাত হোসেন। নবজাগরণ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা আহমেদ সজীবসহ বর্তমান কমিটির সভাপতি রাশেদুল ইসলামসহ অন্যান্য সদস্যবৃন্দ।
সবশেষে, বিদায়ী কমিটির সদস্যদের সংবর্ধনা প্রদানের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET