১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার, ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ৯ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • রাজনীতি
  • কেশবপুর পৌর নির্বাচনে কাউন্সিলর পদে ৮ জনের আওয়ামী লীগের মনোনয়ন প্রদান




কেশবপুর পৌর নির্বাচনে কাউন্সিলর পদে ৮ জনের আওয়ামী লীগের মনোনয়ন প্রদান

এস আর সাঈদ কেশবপুুর,যশোর করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : ফেব্রুয়ারি ১১ ২০২১, ০৯:১৩ | 850 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

আগামী ২৮ ফেব্রæয়ারি কেশবপুর পৌরসভা নির্বাচন উপলক্ষে আওয়ামী লীগ ৭টি ওয়ার্ডে ও একটি সংরক্ষিত ওয়ার্ডে কাউন্সিলরদের দলীয় সমর্থন প্রদান করেছেন। উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে বুধবার সন্ধ্যায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম রুহুল আমিন দলীয় সমর্থনপ্রাপ্ত প্রার্থীদের নাম ঘোষণা করেন। পৌর সভার ১ নং ওয়ার্ডে কাউন্সিলর পদে বর্তমান কাউন্সিলর আতিয়ার রহমান, ২ নং ওয়ার্ডে হাবিবুর রহমান, ৪ নং ওয়ার্ডে জাহাঙ্গীর আলম, ৫ নং ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর বি এম শহিদুজ্জামান শহিদ, ৬ নং ওয়ার্ডে মনোয়র হোসেন মিন্টু, ৭ নম্বর ওয়ার্ডে কামাল খান, ৮ নম্বর ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর মফিজুর রহমান খান দলীয় সমর্থন পেয়েছেন। ৩ নং ওয়ার্ড ও ৯ নম্বর ওয়ার্ড উন্মুক্ত করা হয়েছে। এছাড়া সংরক্ষিত ৪, ৫ ও ৬ নং ওয়ার্ডে আসমা খাতুনকে দলীয় মনোনয়ন দেওয়া হয়েছে। অপর দু’টি সংরক্ষিত ওয়ার্ড উন্মুক্ত করা হয়েছে। দলীয় সমর্থন পাওয়া প্রার্থীরা এলাকায় মিষ্টি বিতরণ করেছেন বলে জানা গেছে।
জানাগেছে, কেশবপুর পৌরসভায় বর্তমান ভোটার সংখ্যা ২০ হাজার ৭২৫ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১০ হাজার ১৮৫ জন ও মহিলা ভোটার রয়েছেন ১০ হাজার ৫৪০ জন।
উল্লেখ্য,নির্বাচন কমিশন কর্তৃক ঘোষিত তফশিল অনুযায়ী, কেশবপুর পৌরসভার নির্বাচনে মনোনয়নপত্র প্রত্যাহার ১১ ফেব্রæয়ারি ও প্রতীক বরাদ্দ করা হবে ১২ ফেব্রæয়ারি। পঞ্চম ধাপের এ নির্বাচনে ইভিএমের মাধ্যমে ভোটগ্রহণ করা হবে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

 

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET