১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার, ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ৯ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • বগুড়ায় শ্রীশ্রীমহাপ্রভূ’র মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপ‌ন




বগুড়ায় শ্রীশ্রীমহাপ্রভূ’র মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপ‌ন

স্পেশাল করেসপন্ডেন্ট, নয়া আলো।

আপডেট টাইম : সেপ্টেম্বর ২৭ ২০২১, ১০:৫৭ | 726 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

সৌমিএ কুন্ডু বগুড়া জেলা প্রতিনিধি।। বগুড়ার শেরপুরে সনাতন ধর্মাবম্বলীদের অবতার শ্রীশ্রীমহাপ্রভূ’র মন্দির ও আখড়া স্থাপনে ভিত্তিপ্রস্তর স্থাপ‌ন করা হয়েছে। রোববার (২৬ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার গাড়িদহ মডেল ইউনিয়নের বৃন্দাবন পাড়ায় শ্রীশ্রী মহাপ্রভু’র মন্দির নির্মান কাজের শুভ উদ্বোধন হয়।

মন্দির নির্মাণ ও উন্নয়ন পরিচালনা কমিটির প্রতিষ্ঠাতা সদস্য ও শেরপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি দীপক কুমার সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি’র বক্তব্য রাখেন শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ময়নুল ইসলাম, উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন বগুড়া জেলা পরিষদ সদস্য, শেরপুর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোস্তাফিজার রহমান ভূট্টো। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শেরপুর উপজেলা ব্রাহ্মণ পরিষদের সভাপতি, পৌরসভার প্যানেল মেয়র(২) সৌমেন্দ্রনাথ ঠাকুর শ্যাম, শেরপুর কেন্দ্রীয় জগন্নাথ মন্দির কমিটির সাধারণ সম্পাদক প্রদীপ কুমার কু-ু, উপজেলা হিন্দু মহাজোটের সাবেক সভাপতি প্রকাশ কুমার সরকার। উপজেলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক সৌরভ অধিকারী শুভ’র সঞ্চালনায় অন্যান্যের মধ্যে গাড়িদহ ইউনিয়ন চেয়ারম্যান মো. দবিবর রহমান, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শরীফ, সাংবাদিক এজেড হীরা, রঞ্জন কুমার দে, বাধন কর্মকার, উত্তম সরকার, বাংলাদেশ হিন্দু পরিষদ নেতা জনি মোহন্ত, লালন সরকার, উজ্জ্বল সরকার, সঞ্জীব কর্মকার রিনা রানী দাস, রফিকুল ইসলাম, ফরহাদ হোসেন, কাফি ইসলাম, আনোয়ার হোসেন প্রমুখসহ এলাকার গন্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এর আগে প্রধান অতিথি ও উদ্বোধকসহ নেতৃবৃন্দরা মন্দির নির্মাণে ভিত্তিপ্রস্তরের শুভ উদ্বোধন করেন।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

 

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET