বরিশাল প্রতিনিধিঃ
বরিশালের আগৈলঝাড়ায় দশম জাতীয় সংসদের চতুর্থ বছর পূর্তি উপলক্ষে আওয়ামীলীগের উদ্যোগে গণতন্ত্র রক্ষা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে গতকাল শুক্রবার সকালে উপজেলার দলীয় কার্যালয় থেকে বিজয় র্যালীটি বের হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আবারো দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সমন্বয়কারী আবু সালেহ মোঃ লিটন সেরনিয়াবাত। এ সময় উপস্থিত ছিলেন, বরিশাল জেলা আওয়ামীলীগ নেতা ও মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, উপজেলা চেয়ারম্যান গোলাম মোর্তুজা খাঁন, বরিশাল জেলা পরিষদ সদস্য পেয়ারা ফারুক বখতিয়ার, আওয়ামীলীগ নেতা আবুল বাশার হাওলাদার, আঃ সাত্তার মোল্লা, গিয়াস উদ্দিন মোল্লা, মুক্তিযোদ্ধা সিরাজুল হক সরদার, ইউপি চেয়ারম্যান বিপুল দাস, ইলিয়াস তালুকদার, গোলাম মোস্তফা সরদার, আওয়ামীলীগ নেতা এআর ফারুক বখতিয়ার, হালিমুজ্জামান হালিম, শফিকুল ইসলাম শকুল সেরনিয়াবাত, শহীদ পাইক, উজ্জল লাহেরী, উপজেলা শ্রমীকলীগ সভাপতি এ্যাড. আবুল কাসেম সরদার, সাধারণ সম্পাদক সরোয়ার দাড়িয়া, উপজেলা যুবলীগ সভাপতি সাইদুল সরদার, সহ-সভাপতি আব্দুল্লাহ লিটন, সাধারণ সম্পাদক অনিমেষ মন্ডল, যুবলীগ নেতা ফিরোজ শিকদার, সবুজ আকঁন, দুলাল সরদার, ইলিয়াস শরীফ, উপজেলা ছাত্রলীগ সভাপতি মিন্টু সেরনিয়াবাত ও সাধারণ সম্পাদক জাকির পাইক, শহীদ আব্দুর রব সেরনিয়াবাত ডিগ্রি কলেজ ছাত্রলীগ সভাপতি বরুন বাড়ৈ, যুবলীগ নেতা ফয়জুল সেরনিয়াবাত প্রমুখ।