আগৈলঝাড়া প্রতিনিধিঃ
বরিশালের আগৈলঝাড়ায় ঐহিত্যবাহী গৈলা মডেল মাধ্যমিক বিদ্যালয়কে জাতীয়করন ঘোষনা করায় বিদ্যালয় ম্যানেজিং কমিটি ও শিক্ষক-শিক্ষার্থীদের পক্ষ থেকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহ এমপিকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। জানা গেছে, গতকাল বুধবার সকালে এমপি আবুল হাসানাত আব্দুল্লাহ’র সেরালস্থ বাড়িতে ঐহিত্যবাহী গৈলা মডেল মাধ্যমিক বিদ্যালয়কে জাতীয়করন করায় তাকে ফুল সংবর্ধনা প্রদান করেন গৈলা ইউনিয়ন চেয়ারম্যান সোয়েব ইমতিয়াজ লিমন, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি গিয়াস উদ্দিন মোল্লা, প্রধান শিক্ষক জহিরুল হক, ম্যানেজিং কমিটির সদস্য ছরোয়ার দাড়িয়া, জাকির হোসেন মানিক মোল্লা, ইস্তেয়াকুর রহমান শাহিন, সেলিম সরদার, শিক্ষক গোলাম সরোয়ার, কাইউম লস্কর, মাহমুদ আলম মিঠু এবং বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা। এসময় আরো উপস্থিত ছিলেন গৌরনদী পৌর মেয়র হারিছুর রহমান।