বরিশাল প্রতিনিধিঃ
বরিশালের আগৈলঝাড়ায় গত কয়েক দিনের শৈত্য প্রবাহের কারনে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। ঘন কুয়াশা ও তীব্র শীতের কারনে জমিতে বীজ লাগাতে না যাওয়ার কারনে প্রতিপক্ষের হামলায় ২জন আহত হয়েছে। গুরুতর আহত অবস্থায় ওই ২জনকে উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এব্যাপারে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। জানা গেছে, গতকাল সোমবার সকালে উপজেলার রাজিহার গ্রামের তালেব মৃধার ছেলে হালান মৃধা (৪৫) ও তার ছেলে সুমন মৃধা (১৪) কে জমিতে বীজ লাগানোর জন্য শ্রমিক হিসেবে ঠিক করে ওহাব আলী হাওলাদারের ছেলে আবুল হাওলাদার। কিন্তু শীতের কারনে জমিতে বীজ লাগাতে না যাওয়ায় রাজিহার বাজারে বসে দুই পক্ষের বাকবিতন্ডার একপর্যায় আবুল হাওলাদার ও তার ভাই সাহেদ হাওলাদার লাঠি দিয়ে পিটিয়ে হালান মৃধা ও তার ছেলে সুমন মৃধাকে আহত করে ফেলে রাখে। এসময় স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা হাসপাতালে ভর্তি করে। এব্যাপারে হালান মৃধার পক্ষ থেকে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।