পঞ্চগড়ের আটোয়ারী উপজেলা প্রশাসনের পক্ষ থেকে “ উপকার বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়” এর শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়েছে। মঙ্গলবার ( ০২ জানুয়ারি) উপজেলার উপকার বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয় মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপজেলা নির্বাহী অফিসার রাসেদুল হাসান শতাধীক প্রতিবন্ধী শিক্ষার্থীর মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করেন। এসময় আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মোঃ মুসা মিয়া, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ লতিফুর রহমান, বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মোঃ সহিদুল ইসলাম ও বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক শিক্ষার্থীরা সহ অভিভাবকরা উপস্থিত ছিলেন। প্রধান অতিথি শিক্ষার্থীর অভিভাবকদের উদ্দেশ্যে বলেন, সরকার প্রতিবন্ধীদের জন্য শিক্ষা ব্যবস্থা ও কর্মসংস্থানের সুযোগ করে দিয়েছেন। প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয়। শিক্ষা অর্জন করতে পারলে প্রতিবন্ধীরা পরিবারসহ দেশ ও জাতির সম্পদে পরিনত হবে।