পঞ্চগড়ের আটোয়ারীতে উপজেলা পর্যায়ে স্কুল,মাদরাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানর ৫২তম বাংলাদেশ শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণ করা হয়েছে। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে আটোয়ারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে ১৬, ১৭ ও ১৮ জানুয়ারি মোট ৪১ টি ইভেন্টে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতা শেষে বৃহস্পতিবার ( ১৮ জানুয়ারি) বিকেলে বিদ্যালয় চত্বরে বিভিন্ন ইভেন্টে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে আনুষ্ঠানিকভাবে পুরস্কার বিতরণ করা হয়। পুরস্কার বিতরণের আগে ৫২তম বাংলাদেশ শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা কমিটির সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ তৌহিদুল ইসলামের সভাপতিত্বে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
প্রতিযোগি শিক্ষার্থীদের উদ্দশ্যে বক্তব্য রাখেন, শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা কমিটির সদস্য সচিব ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার লুৎফুল কবীর মোঃ কামরুল হাসান, আটোয়ারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল কুদ্দুশ প্রমুখ। সদস্য সচিব বলেন, উপজেলা পর্যায়ে যারা বিজয়ী হয়েছে তারা আগামী ২৫,২৬ ও ২৭ জানুয়ারি জেলা পর্যায়ে প্রতিযোগিতায় অংশ গ্রহণ করবে। এসময় অন্যদের মধ্যে উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ জাহিদুল ইসলাম, একাডেমিক সুপারভাইজার রেজাউন নবী রাজা, আটোয়ারী উপজেলা প্রেস ক্লাবের সভাপতি মোঃ ইউসুফ আলী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, শরীর চর্চা শিক্ষক সহ বিভিন্ন ইভেন্টে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।