১৭ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, শুক্রবার, ৩রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ই রজব, ১৪৪৬ হিজরি

শিরোনামঃ-




আটোয়ারী থানা পুলিশ কর্তৃক চোরাই গরু উদ্ধার

ইউসুফ আলী, আটোয়ারী,পঞ্চগড় করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : জানুয়ারি ০৪ ২০২৫, ০৩:৩৪ | 618 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

পঞ্চগড়ের আটোয়ারী থানা পুলিশ চোরাই গরু উদ্ধার করেছে ঠাকুরগাঁওয়ের ভূল্লি থানা এলাকা থেকে। ঘটনার সংক্ষিপ্ত বিবরণে জানাগেছে, আটোয়ারী উপজেলার বলরামপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সাইদুর রহমানের পুত্র জেলা পরিষদের সাবেক সদস্য মোঃ মাজেদুর রহমান (বকুল) এর গরুর খামার হতে তরতাজা শাহিওয়াল ২ টি গাভী ও একটি শাহিওয়াল আড়িয়া গরু গত ১লা জানুয়ারি দিবাগত (নববর্ষ-২০২৫) রাতে চুরি হয়, যার আনুমানিক মূল্য চার লক্ষ টাকা। চুরির বিষয়টি দ্রুত আটোয়ারী থানায় জানানো হয়। আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম সরকার(জুয়েল) এর পরামর্শ ও দিকনির্দেশনা মোতাবেক এসআই নারায়ন চন্দ্রের নেতৃত্বে এএসআই রাফিউল ইসলাম সহ পুলিশ ফোর্সের একটি চৌকশ দল তাদের ¯œায়ু কৌশল খাটিয়ে চোরাই গরু উদ্ধারে সফল হয়। এসআই নারায়ন চন্দ্র বলেন, অনেক কৌশল খাটিয়ে ঠাকুরগাঁও জেলাধীন ভুল্লি থানা এলাকার দেবীপুর ইউনিয়নের দেরিকাপাড়া গ্রামের একটি বাঁশঝাড়ের মধ্য থেকে চোরাই গরু তিনটি উদ্ধার করতে সক্ষম হয়েছি। তবে কোন আসামী ধরতে পারিনি। এ ব্যাপারে আটোয়ারী থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম সরকার (জুয়েল) বলেন, মাজেদুর রহমান(বকুল) এর বলরামপুর গ্রামের গরুর খামার থেকে গরু চুরির বিষয়ে আটোয়ারী থানায় ৫৫৭,৩৮০ ধারায় মামলা হয়েছে। মামলা নং-০৩, তারিখ: ০২/০১/২০২৫। চুরি যাওয়া ৩টি গরু উদ্ধার করা সম্ভব হয়েছে। উক্ত চুরির ঘটনার সাথে জড়িত চোরদের সনাক্ত করতে পেরেছি। চোররা পলাতক থাকায় গ্রেফতার করতে পারিনি। তবে গ্রেফতারের প্রক্রিয়া অব্যাহত আছে। তিনি বলেন, শুধু চুরি নহে, মাদক সহ সকল প্রকার অপরাধ দমনে আটোয়ারী থানা পুলিশ সোচ্চার আছে। সুশীল সমাজ পুলিশকে সহযোগিতা করলে সব অপরাধ দমন করা সম্ভব।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET