পঞ্চগড়ের আটোয়ারী প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। শনিবার (২৪ আগষ্ট) সকালে আটোয়ারী প্রেসক্লাবের নিজস্ব কার্যালয়ে প্রেসক্লাবের সভাপতি জিল্লুর হোসেন সরকারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এ রায়হান চৌধুরী রকির সঞ্চালনায় প্রথম অধিবেশন শুরু হয় এবং পূর্বের কমিটি বিলুপ্ত ঘোষনা করা হয়। দ্বিতীয় অধিবেশনে বিদায়ী সহ সভাপতি মোঃ নজরুল ইসলাম দুলালের সভাপতিত্বে সভার কাজ শুরু হয় এবং ১৩ সদস্য বিশিষ্ট একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন হয়। সভায় সর্বসম্মতিক্রমে দৈনিক ভোরের ডাক ও ফেয়ারনিউজ ২৪ ডটকমের উপজেলা প্রতিনিধি মোঃ আনিসুর রহমানকে সভাপতি এবং দৈনিক যায়যায়দিন ও ঠাকুরগাঁও সংবাদ ২৪ ডটকমের আটোয়ারী প্রতিনিধি মনোজ রায় হিরু সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। অন্যান্যদের মধ্যে সহ সভাপতি পদে মোঃ নজরুল ইসলাম দুলাল, যুগ্ন সাধারণ সম্পাদক নিতিশ চন্দ্র বর্মন, সাংগঠনিক সম্পাদক মোঃ নাজমুল হক, কোষাধ্যক্ষ মোঃ আক্তারুজ্জামান আতা, ক্রিড়া ও সাংস্কৃতিক সম্পাদক মোঃ রাব্বু হক প্রধান, দপ্তর সম্পাদক মোঃ শাহীন আহসান পিন্টু, প্রচার সম্পাদক উত্তম কুমার বর্মন, তথ্য ও গবেষনা সম্পাদক মোঃ আবু তৌহিদ এবং কার্য নির্বাহী সদস্য জিল্লুর হোসেন সরকার, এ রায়হান চৌধুরী রকি ও মোঃ আমিনুল ইসলাম নির্বাচিত হয়েছেন।