আটোয়ারী(পঞ্চগড়) প্রতিনিধি ঃ
পঞ্চগড়ের আটোয়ারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের স্কাউট গ্রুপের দু’টি ইউনিটের মোট ৫২ জন নবাগত স্কাউট দীক্ষা গ্রহণ করেছে। সংশ্লিষ্ট বিদ্যালয়ের আয়োজনে বৃহস্পতিবার (০৩ অক্টোবর) বিদ্যালয় চত্বরে বিভিন্ন কর্মসুচির মাধ্যমে আনুষ্ঠানিকভাবে দীক্ষা গ্রহণ করেছে নবাগত স্কাউটরা। কর্মসুচির মধ্যে আনুষ্ঠানিকভাবে প্রধান অতিথি কতৃক স্কাউটের পতাকা উত্তোলন, স্কাউটস সংগীত পরিবেশ, আলোচনা সভা , নবাগত স্কাউদের শপথ বাক্য পাঠ ও স্কাউট ব্যাচ প্রদান সহ সঙ্গীতানুষ্ঠান ছিল অন্যতম। সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল কুদ্দুশের সভাপতিত্বে এবং বাংলাদেশ স্কাউটস, আটোয়ারী শাখার ইউনিট লিডার জরিফ হোসেন চৌধুরী(মনি)’র সঞ্চালনায় নবাগত স্কাউটদের উদ্দেশ্যেউপদেশমুলক বক্তব্য রাখেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ তৌহিদুল ইসলাম।অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ স্কাউটস আটোয়ারী উপজেলা শাখার কমিশনার ও আটোয়ারী সরকারি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ফজলুল করিম, উপজেলা স্কাউটস এর সাধারন সম্পাদক ও দলুয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মোজাম্মেল হক,, কোষাধ্যক্ষ আরিফ হোসেন চৌধুরী (মানিক) প্রমুখ। প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, দূরর্নীতি মুক্ত সমাজ গড়তে ও সামাজিক অবক্ষয় রোধে স্কাউটরাই অগ্রণী ভুমিকা পালন করতে পারে। দীক্ষাঅনুষ্ঠানে অন্যদের মধ্যে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য, শিক্ষক-শিক্ষার্থী সহ গণমাধ্যমকর্মীগন উপস্থিত ছিলেন।