মোঃ ইউসুফ আলী, আটোয়ারী(পঞ্চগড়)প্রতিনিধি ঃপঞ্চগড়ের আটোয়ারীতে দূরর্নীতি দমন কমিশন (দুদক) কর্তৃক পরিচালিত সততা সংঘের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) স কালে আটোয়ারী সরকারি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (অ: দা:) সৈ য়দ মাহমুদ হাসান। সমাবেশে সততা সংঘ ও সত তা স্টোরের উদ্দেশ্য সম্পর্কে বিস্তারিত বক্তব্য রাখে ন অনুষ্ঠানের প্রধান অতিথি দূরর্নীতি দমন কমি শন(দুদক) এর মহাপরিচালক (প্রতিরোধ ও গবে ষনা) সারোয়ার মাহমুদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ তৌহি দুল ইসলাম। সমাবেশে স্বাগত বক্তব্য রাখেন ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ফজলুল করিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার(ভূমি) (অ: দা:) মোঃ কামরুজ্জামান, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হিমাংশু কুমার রায় সিংহ, দুদক দিনাজপুরের সহকারী পরিচালক আহসানুল কবীর পলাশ, উপ জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার তোবারক হুসেন, ওসি আব্দুর রাজ্জাক, উপজেলা দূরর্নীতি প্রতি রোধ কমিটির সভাপতি তৌহিদুল আলম চৌধুরী প্রমুখ। অন্যদের মধ্যে মহিলা ভাইস চেয়ারম্যান রেনু একরাম, দুদ ক দিনাজপুরের সহকারী পরিদ র্শক ওবায়দুর রহ মান, সংশ্লিষ্ট বিদ্যালয়ের শিক্ষ ক-শিক্ষার্থী, ম্যানে জিং কমিটি, উপজেলা দূরর্নীতি প্রতিরোধ কমিটি সহ অনেকেই উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে প্রধান অতিথি সরকারি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সততা স্টোর ও মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের সততা স্টোর পরিদর্শন করেন। পরিদ র্শনকালে সততা সংঘের কমিটির সাথে সৌজন্য সাক্ষাত করেন এবং দিক নির্দেশনামুলক পরামর্শ দেন।