
ফিরোজ জোয়ার্দ্দার,সাতক্ষীরা জেলা প্রতিনিধি,
সাতক্ষীরার কলারোয়ায় বাংলাদেশ শ্রম অধিদপ্তর কর্তৃক সদ্য উপজেলা ইলেকট্রিশিয়ান ইউনিয়নের নব- নির্বাচিত কমিটির শপথ গ্রহন ও উদ্ভোধনী অনুষ্ঠান শনিবার বেলা ১২টার দিকে রুপালী ব্যাংক ভবনের ৪র্থ তলায় অনুষ্ঠিত হয়েছে।
উক্ত শপথ গ্রহন অনুষ্ঠান শুরুতেই পবিত্র কোরআন তেলোয়াতের মাধ্যমে স্বাগত বক্তব্য দেন উপজেলা ইলেকট্রিশিয়ান ইউনিয়ন ও অনুষ্ঠানের সভাপতি জাকির হোসেন।
উপজেলা ইলেকট্রিশিয়ান ইউনিয়নের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম লিটনের পরিচালনায় উদ্ভোধনী অনুষ্ঠানে আলোচনা সভায় প্রধান অতিথী হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্জ্ব আরাফাত হোসেন।
এ সময় বিশেষ অতিথী হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি মনজুরুল ইসলাম মিঠু, সাধারণ সম্পাদক আব্দুর রহিম, রিপোটার্স ক্লাবের সভাপতি আজাদুর রহমান খান চৌধুরী পলাশ, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদ জুলফিকারুজ্জামান জিল্লু, ফ্রেন্ডস স্পোটিং ক্লাবের সাধারণ সম্পাদক জাহিদুর রহমান খান চৌধুরী, ইমারত শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক কুরবান আলী, উপজেলা স্বেচ্ছা সেবকলীগের সভাপতি শেখ আশিকুর রহমান মুন্না, প্রধান শিক্ষক আক্তার আসাদুজ্জামান চান্দু, প্রধান শিক্ষক মুজিবুর রহমান প্রমুখ।
আলোচনা সভা শেষে নব- নির্বাচিত কমিটির সকল সদস্যগণকে শপথ বাক্য পাঠ করান রিপোটার্স ক্লাবের সভাপতি আজাদুর রহমান খান চৌধুরী পলাশ।
এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউনিয়নের উপদেষ্টা কাজী মশিউর আযম তুহিন, মশিয়ার রহমান, আবু সাঈদ, আব্দুল জলিল, ইয়াকুব আলী, তরুন কুমার কুন্ডু, শাহিনুর রহমান শাহিন, আব্দুর রাজ্জাক, আব্দুল গনি, মোস্তাফিজুর রহমান, সহ সভাপতি আজগর আলী, শরীফ হাসান সবুজ, হারাধন চন্দ্র, যুগ্ন সাধারন সম্পাদক খন্দকার সেলিম হোসেন, সহ সাধারণ সম্পাদক আতিয়ার রহমান, ক্যাশিয়ার আব্দুর রাজ্জাক, সহ ক্যাশিয়ার এনামুল হক, সাংগঠনিক সম্পাদক ওসমান গনি, সহ সাংগঠনিক সম্পাদক আবুল হোসেন, আবু ইছা টিটু, প্রচার সম্পাদক তাজুল ইসলাম, সহ প্রচার সম্পাদক কেরামত মোড়ল, দপ্তর সম্পাদক আজিবার রহমান, সহ দপ্তর সম্পাদক হারুন আর্টসহ ইউনিয়নের সকল কর্মকর্তাবৃন্দ।
অনুষ্ঠানের শেষে দেশ ও জাতীর মঙ্গল কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন থানা জামে মসজিদের ইমাম আসাদুজ্জামান ফারুকী।