১১ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, শুক্রবার, ২৭শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, ১৫ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • সকল সংবাদ
  • কাওয়াকোলা ইউনিয়ন পরিষদে উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত




কাওয়াকোলা ইউনিয়ন পরিষদে উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত

আশরাফুল ইসলাম জয়, স্পেশাল করেসপন্ডেন্ট ।

আপডেট টাইম : মে ২৭ ২০২৫, ১৪:৫২ | 656 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

“বাজেট সভায় অংশগ্রহণ করব, নিজেদের চাহিদা নিজেরাই বলবো” এই স্লোগানকে সামনে রেখে স্বচ্ছতা, জবাবদিহিতা, বার্ষিক উন্নয়ন পরিকল্পনা ও চাহিদা নিরূপণে জন অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষ্যে সিরাজগঞ্জের কাওয়াকোলা ইউনিয়ন পরিষদে এক উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি পার্টনারশিপ যমুনা প্রকল্পের সহযোগিতায় এই সভার আয়োজন করা হয়।

মঙ্গলবার (২৭ মে) সকা‌ল ১১টায় কাওয়াকোলা ইউনিয়ন পরিষদের সিরাজগঞ্জ পুরাতন জেলাঘাটে অবস্থিত অস্থায়ী কার্যালয়ে প্যানেল চেয়ারম্যান আব্দুর রাজ্জাক ভূঁইয়ার সভাপতিত্বে ২০২৫-২০২৬ অর্থবছরের বাজেট সভাটি অনুষ্ঠিত হয়। এই সভায় মোট ৩ কোটি ৪৭ লাখ ৫৬ হাজার ২৬৮ টাকার একটি প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়। কাওয়াকোলা ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মোঃ আলী আশরাফ সরকার এই প্রস্তাবিত বাজেট উপস্থাপন করেন।

সভায় উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ থানা বিএনপির সিনিয়র সহ-সভাপতি লুৎফর রহমান ভূঁইয়া, কাওয়াকোলা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি বাদল মন্ডল গুটু, সাবেক সাধারণ সম্পাদক নুরুল হুদা, ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি রজব মন্ডল, স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোঃ শাকিল ভূঁইয়া, ইউপি সদস্য মোঃ নজরুল ইসলাম, মোঃ মোস্তফা কামাল, মোঃ শাহজামাল শেখ, ইউপি সদস্যা আনোয়ারা বেগম, সাজেদা বেগম, সাবেক ইউপি সদস্য কালাম মুন্সি, হিসাব সহকারী জাহিদুল ইসলাম।

এছাড়াও, উদ্যোক্তা ইউসুফ মাহমুদ রিকন, শিক্ষক রনজিৎ কুমার সাহা, কৃষক তারা ভূঁইয়া, আকবর হোসেন, ইমাম মানছুরুল হক, এনজিও কর্মী স্বপ্না খাতুন, ছাত্র নাঈম ভূঁইয়া সহ সুধীজন, গুণীজন এবং ইউনিয়নের বিভিন্ন পেশাজীবী মানুষজন উপস্থিত থেকে উন্মুক্ত বাজেট আলোচনায় অংশ নেন। এই জন অংশগ্রহণমূলক বাজেট সভা কাওয়াকোলা ইউনিয়ন পরিষদের কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধিতে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET