
কুষ্টিয়ার মিরপুর পৌরসভা নির্বাচনে একটি কেন্দ্রে ১০০% ভোট পড়েছে। সেখানে ২৪ জন মৃত ব্যক্তি ভোট প্রদান দেখানো হয়েছে!
পৌরসভার ৮ নং ওয়ার্ডের নওপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র এটি। ওই কেন্দ্রের ভোটারদের মধ্যে অসুস্থ আছেন অনেকেই। গত ১৬ জানুয়ারি ভোট অনুষ্ঠিত হয়। সময় শেষ হয়ে যাওয়ায় বেশ কয়েকজন ভোটার ভোট প্রদান করে ফিরে গেছেন এমন অভিযোগও রয়েছে।ওই ভোটারদের মধ্যে ২৬ জন বিদেশ অবস্থান করছে এবং ২৪ জন মৃত্যু বরণ করে কবরবাসী হয়েছেন। কেন্দ্রটিতে শতভাগ ভোট পড়াই মালোচকরা বলছেন প্রবাসীরা না হয় ডিজিটাল কায়দায় ভোট প্রদান করেছে কিন্তু ২৪ জন মৃত্যু ব্যক্তি-কবরবাসীরা ভোট দিলেন কিভাবে….!!??
Please follow and like us: