কুড়িগ্রাম থেকে, রাশিদুল ইসলাম ঃ
কুড়িগ্রামে আড়াই বছর পর ছাত্রলীগের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে কুড়িগ্রাম জেলা শাখা ছাত্রলীগের আয়োজনে টাউন হল মিলনায়তনে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।
বার্ষিক সম্মেলনের উদ্বোধন করেন, বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ। এসময় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন- বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক এসএম জাকির হোসাইন।
জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম শাকিবের সঞ্চালনায় এবং সভাপতি ওয়াহেদুন্নবী সাগরের সভাপতিত্বে বক্তব্য রাখেন- প্রধান অতিথি জেলা আওয়ামীলীগের সভাপতি মুক্তিযোদ্ধা আমিনুল ইসলাম মঞ্জু মন্ডল, বিশেষ অতিথি জেলা পরিষদের চেয়ারম্যান, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাবেক এমপি জাফর আলী, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আমান উদ্দিন আহমেদ মঞ্জু, বাংলাদেশ ছাত্রলীগের সহ-সভাপতি এসএম রুহুল আমিন, সহ-সম্পাদক ওবায়দুর রহমান, গণযোগাযোগ বিষয়ক সম্পাদক রেজওয়ানুল হক চৌধুরী শোভন, উপ-আপ্যায়ন সম্পাদক শেখ জসিম উদ্দিন, সদস্য রেজাউল করিম, রোকনুজ্জামান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাজী মুহাম্মদ মহসীন হল ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান সানি প্রমুখ। সম্মেলনে কেন্দ্রীয় ছাত্রলীগসহ স্থানীয় আওয়ামীলীগ- ছাত্রলীগের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
সম্মেলনে আলোচনা সভার মধ্যদিয়ে প্রথমার্ধের অধিবেশন শেষ হয়। বিকেলে ২য় অধিবেশনে জেলা ছাত্রলীগের নতুন কমিটি গঠনের কার্যক্রম শুরু হয়।
উল্লেখ্য, ২০১৪ সালের ৮ নভেম্বর জেলা ছাত্রলীগের সম্মেলন অনুষ্ঠিত হয়।