
গোপালগঞ্জ প্রতিনিধি :
গোপালগঞ্জে ট্রাকের নিচে চাপা পরে ইসমাইল শেখ (২৫) নামের এক সাংবাদিক নিহত হয়েছে। এতে তুহিন শেখ (২৫) নামের এক যুবক আহত হয়েছে।
সোমবার দিবাগত রাতে গোপালগঞ্জ শহরতলীর বেদগ্রাম বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সাংবাদিক ইসমাইল শেখ বেদগ্রাম এলাকার মান্নু শেখের ছেলে।
গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) সেলিম রেজা জানান, নিহত সাংবাদিক ইসমাইল কয়েকজনের সঙ্গে বেদগ্রাম এলাকার ঢাকা-খুলনা মহাসড়কের পাশে দাঁড়িয়ে ছিলেন। এ সময় দ্রুতগামী একটি ট্রাক ওই স্থানে এসে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে ওই ট্রাকের নিচে চাপা পড়ে সাংবাদিক ইসমাইল ঘটনাস্থলে নিহত হন। এ সময় তুহিন শেখ আহত হন। পরে এলাকার লোকজন হতাহতদের উদ্ধার করে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে আসে। মারাত্মক আহত তুহিনকে ঢাকার পংগু হাসপাতালে পাঠানো হয়েছে।
মঙ্গলবার বাদ জোহর জানাজা শেষে সাংবাদিক ইসমাইল শেখকে মিয়াপাড়া কবর স্থানে দাফন করা হয়।
সাংবাদিক ইসমাইলের মৃত্যুতে গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে গোপালগঞ্জ জেলা প্রেসক্লাব। জেলা প্রেসক্লাবের সভাপতি এস এম হুমায়ুন কবির, সহ সভাপতি ইলিয়াস হক, সহ সভাপতি চৌধুরী হাসান মাহমুদ, সাধারন সম্পাদক নীতিশ চন্দ্র বিশ্বাস, যুগ্ম সম্পাদক মিজানুর রহমান মানিক, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এম শিমুল খান, সমাজ কল্যান সম্পাদক মাহমুদ খান কুটি, দপ্তর সম্পাদক নুতন শেখ, প্রচার ও প্রকাশনা সম্পাদক হাবিবুর রহমান মুকুল, সাংগঠনিক সম্পাদক ইমরুল কাদির সবুজ, কোষাধ্যক্ষ আব্দুল্লাহ আল মামুন প্রমুখ।