ছাগলনাইয়ার ১০নং ঘোপাল ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক এস এম আরিফ’র উপর আওয়ামী সন্ত্রাসী হামলার প্রতিবাদ ও হামলার ঘটনায় জড়িতদের গ্রেফতারের দাবিতে উপজেলা ছাত্রদলের সদ্য সাবেক নেতৃবৃন্দের আয়োজনে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। শুক্রবার (২৯ নভেম্বর) বিকেলে ছাগলনাইয়া পৌর শহরে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ছাগলনাইয়া পৌর ছাত্রদলের সাবেক সভাপতি এড. মোশারফ হোসেন খোন্দকার বলেন, বিগত ২২ নভেম্বর ২০২৪ইং তারিখ সন্ধ্যা ৭ ঘটিকার সময় পুরাতন মুহুরীগঞ্জ বাজারে একদল আওয়ামী সন্ত্রাসী কর্তৃক কাপুরোষোচিত ভাবে আরিফের উপর অতর্কিত হামলা চালিয়ে তাকে গুরুতর আহত করা হয়। উক্ত ঘটনায় জেলা যুবদলের সদস্য সিরাজুল ইসলাম ভুট্টু ও ছাগলনাইয়া উপজেলা তাঁতী দলের যুগ্ম আহ্বায়ক এস.এম ইউছুপ আহত হয়। ছাগলনাইয়া উপজেলা ছাত্রদলের সদ্য সাবেক নেতৃবৃন্দের পক্ষ থেকে এই নেক্কার জনক হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তিনি বলেন, রক্তস্নাত জুলাইয়ে ছাত্র জনতার বিপ্লব ও গণঅভ্যুত্থানের পর গত ৫ই আগষ্ট স্বৈরাচারী খুনি হাসিনার পতনের পরেও ফ্যাসিবাদী আওয়ামী সন্ত্রাসীরা দেশের বিভিন্ন স্থানে সন্ত্রাস ও নৈরাজ্যকর কর্মকান্ডের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার গভীর ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। গত ২২ নভেম্বর ২০২৪ ইং তারিখের ঘটনা ধারাবাহিক ভাবে সারাদেশের ন্যায় এইরূপ সন্ত্রাসী হামলার বাস্তব চিত্র প্রতিফলিত হয়। এড. মোশারফ হোসেন খোন্দকার বলেন, পুরাতন মুহুরীগঞ্জ বাজারে হামলার ঘটনায় ছাগলনাইয়া থানায় একটি মামলা ( জি.আর- ১৬/২০২৪ইং) রুজু করা হয়। মামলা হওয়ার পর থেকে অদ্যবধি এজহার ভূক্ত আসামীদের গ্রেফতার করতে ব্যর্থ হয়েছে ছাগলনাইয়া থানা পুলিশ। অভিযুক্ত আসামিরা এখনো প্রকাশ্য দিবালোকে দেশীয় অস্ত্র-সস্ত্র নিয়ে স্বদলবলে ঘুরাফেরা করছে। তিনি বলেন,
পুলিশ প্রশাসনের এইরুপ নির্লিপ্ততায় ছাত্র সমাজসহ উপজেলা বি.এন.পির সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ চরম ক্ষোভ ও দুঃখ প্রকাশ করছি। পুলিশ প্রশাসনের নিকট উক্ত ঘটনার অভিযুক্ত ও অজ্ঞাত সকল সন্ত্রাসীকে দ্রুত সময়ের মধ্যে গ্রেফতারের দাবী জানান তিনি।
এসময় উপজেলা ছাত্রদলের সদ্য সাবেক নেতৃবৃন্দের মাঝে উপস্থিত ছিলেন, দেলোয়ার হোসেন রাজিব, মোদাচ্ছের হোসেন আরিফ, ফজলুল মজিত জোটন, জাফর চৌধুরী, শাহাদাত হোসেন, নাজিম উদ্দিন নাজিম, হাফেজ মোঃ শাহিনুর রাহিম শাহিন, আনোয়ার হোসেন ভূঁইয়া, বোরহান মোল্লা প্রমুখ।