কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার শুভপুর ইউনিয়নের কাদৈর যুব সমাজ কর্তৃক আয়োজিত ৫০ হাজার টাকা প্রাইজ ফুটবল টূর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। খেলায় কাদৈর ইয়াং স্টার একাদশকে ২-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে চলন কলেজ ফুটবল একাদশ। উক্ত ফাইনাল খেলায় প্রধান অতিথি ছিলেন শুভপুর ইউনিয়ন উত্তর বিএনপির আহবায়ক মোস্তাফিজুর রহমান। অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন সদস্য সচিব আব্দুল মতিন মেম্বার। শুক্রবার বিকেলে কাদৈর হাইস্কুল মাঠে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে কাদৈর বাজার পরিচালনা কমিটির সাবেক সেক্রেটারী মোঃ আব্দুর শহিদের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন শুভপুর ইউনিয়ন উত্তর বিএনপির যুগ্ম আহবায়ক মোঃ নজির আহমেদ মিয়াজী, মোঃ নাছির উদ্দিন, মোঃ ইব্রাহিম খলিল, শুভপুর ইউনিয়ন উত্তর বিএনপির আহবায়ক কমিটির সদস্য মোঃ মতিউর রহমান, শুভপুর ইউনিয়ন বিএনপি নেতা মোঃ মোজাম্মেল হোসেন মজুমদার, শুভপুর ইউনিয়ন কৃষকদলের সভাপতি মোঃ মোজাম্মেল হক, শুভপুর ইউনিয়ন উত্তর বিএনপি নেতা মোঃ হারুনুর রশিদ, ৭নং ওয়ার্ড উত্তর বিএনপির সভাপতি আসলাম মিয়া, শুভপুর ইউনিয়ন উত্তর বিএনপি নেতা মোঃ একরামুল হক, মোঃ আবু কাউসার, মোঃ সাইফুল ইসলাম। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন টূর্ণামেন্ট পরিচালনা কমিটির সদস্য মোঃ সাদ্দাম, মাস্টার সাইফুল ইসলাম, নাছির, জামাল, সিপন, রবিউল হাসান, সুমন মিয়া, মনির মিয়া, শাকিল, মহিন, নাঈম, জাবেদ, সজিব ও সাইমন প্রমুখ।