কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার শুভপুর ইউনিয়নে কামরুল হুদা তুলাপুষ্কুরনী ডাবল এলইডি ফুলবল টূর্ণামেন্টের উদ্বোধন করা হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন শুভপুর ইউনিয়ন উত্তর বিএনপির আহবায়ক মোস্তাফিজুর রহমান। শনিবার বিকেলে তুলাপুষ্কুরনীতে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে শুভপুর ইউনিয়ন দক্ষিণ স্বেচ্ছাসেবকদলের সভাপতি কামাল হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপি আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ইসমাইল গাজী, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক ও শুভপুর ইউনিয়ন দক্ষিণ যুবদলের সভাপতি মোঃ রিপন মিয়া, সৌদি আরব প্রবাসী মোঃ মনির খান, শুভপুর ইউনিয়ন দক্ষিণ বিএনপির যুগ্ম আহবায়ক মোঃ দেলোয়ার হোসেন, শুভপুর ইউনিয়ন দক্ষিণ যুবদলের সাধারন সম্পাদক আবুল হাশেম, শুভপুর ইউনিয়ন দক্ষিণ যুবদল নেতা রায়হান, মনিরুজ্জামান, স্বপন, শুভপুর ইউনিয়ন উত্তর স্বেচ্ছাসেবকদলের সিনিয়র সহ-সভাপতি শুক্কুল মিয়াজী, শুভপুর ইউনিয়ন উত্তর যুবদল নেতা তারেক, মমিন, শুভপুর ইউনিয়ন দক্ষিণ স্বেচ্ছাসেবকদল নেতা হোসেন, শুভপুর ইউনিয়ন ছাত্রদল নেতা ইব্রাহিম খলিল সবুজসহ যুবদল, স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের নেতৃবৃন্দ।