১৮ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, মঙ্গলবার, ৪ঠা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ই রমজান, ১৪৪৬ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • খেলাধুলা
  • চৌদ্দগ্রামে নির্মাণ শ্রমিকদের নিয়ে হা-ডু-ডু প্রতিযোগিতা, উৎসুক মানুষের ভীড়




চৌদ্দগ্রামে নির্মাণ শ্রমিকদের নিয়ে হা-ডু-ডু প্রতিযোগিতা, উৎসুক মানুষের ভীড়

মোঃ শাহীন আলম, স্টাফ করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : জানুয়ারি ২১ ২০২৪, ২০:২৫ | 744 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

কুমিল্লার চৌদ্দগ্রাম বাজারস্থ নির্মাণাধীন কাজী রাজ্জাক টাওয়ারের নির্মাণ শ্রমিকদের জন্য গ্রামীণ ঐতিহ্যের এক সময়ের জনপ্রিয় হা-ডু-ডু প্রতিযোগিতা-২০২৪ অনুষ্ঠিত হয়েছে। পৌর এলাকার রামরায়গ্রাম কাজী বাড়িতে শনিবার রাতে কাজী এনাম ফাউন্ডেশন ইউএসএ’র উদ্যোগে কাজী রাজ্জাক টাওয়ার নির্মাণকাজে সহযোগী রাজ শ্রমিক, পরিবহন, ইলেকট্রিক, টাইলস্, থাইগ্লাস ও ওয়ার্কশপ শ্রমিকদের আটটি গ্রুপ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। এতে শাকিলের পরিবহন গ্রুপ চ্যাম্পিয়ান ও বিপ্লবের থাই গ্লাস গ্রুপ রানার্স আপ হয়। খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে কাজী এনাম ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা কাজী এনামুল হকের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা চেম্বার অফ কমার্সের পরিচালক মোঃ আবদুল মান্নান, চৌদ্দগ্রাম সোসাইটি ইউএসএ ইনক্ সাধারণ সম্পাদক কামরুল হাসান, চৌদ্দগ্রাম বাজারের ব্যবসায়ী কামাল উদ্দিন পাটোয়ারী, সৌদিআরবের ব্যবসায়ী মিজানুর রহমান, পরিবহন ব্যবসায়ী মোঃ সোহেল, ব্যবসায়ী মোঃ লিটন, মোঃ শাহজালাল, জুনায়েদ আহমেদ বুলবুল, শেখ কামাল, কাজী মাসুম, কাজী শামীম, কাজী আবুল, নুরুল আলম সুমন, কাজী রানা, কাজী মুকুল, শিক্ষক ফয়েজ আহম্মেদ, সাংবাদিক এমরান হোসেন বাপ্পি ও মোঃ এমদাদ উল্যাহ প্রমুখ। খেলায় ধারা ভাষ্যকার ছিলেন বিশিষ্ট শিক্ষাবীদ মোশাররফ হোসেন। রেফারি হিসেবে দায়িত্ব পালন করেন নির্মাণ কন্ট্রাক্টর মোঃ শাহজাহান। কনকনে শীতে ব্যতিক্রমধর্মী এ খেলা দেখতে অংশগ্রহণকারীদের বন্ধু ও স্বজনসহ বিপুল সংখ্যক উৎসুক মানুষ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে অতিথিবৃন্দ নির্মাণ শ্রমিকদের নিয়ে ব্যতিক্রর্মী খেলার আয়োজন করায় কাজী এনামুল হককে অভিনন্দন জানিয়েছেন।
সভাপতির বক্তব্যে কাজী এনাম ফাউন্ডেশন ইউএসএ’র প্রতিষ্ঠাতা ও চৌদ্দগ্রাম সোসাইটি ইউএসএ ইনক্ সভাপতি কাজী এনামুল হক বলেন, ‘নির্মাণ শ্রমিকরাও আমাদের মতো মানুষ। তাদেরকে বিনোদন দিতে ব্যতিক্রমী হা-ডু-ডু খেলার আয়োজন করা হয়। খেলায় চ্যাম্পিয়ান, রানার্সআপ, তৃতীয় স্থান অর্জনকারী টিমসহ অংশগ্রহণকারী সকলকেই পুরস্কৃত করা হয়। ভবিষ্যতেও এরকম ব্যতিক্রর্মী খেলার আয়োজন করা হবে, ইনশাআল্লাহ’।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET