কুমিল্লার চৌদ্দগ্রাম পৌরসভার রামরায়গ্রাম তরুণ যুব ও ব্রাদার্স ইউনিয়ন কর্তৃক আয়োজিত স্বাধীনতা দিবস উপলক্ষ্যে ফ্রিজ এলইডি ক্রিকেট টূর্ণামেন্টর উদ্বোধন করা হয়েছে। উদ্বোধনী খেলায় অংশগ্রহণ করেন মিয়া বাজার উই আর ফ্রেন্ডস ও চিওড়া ক্রিকেট লার্ভাস। এতে প্রধান অতিথি ছিলেন চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেডের ডেপুটি ভাইস প্রেসিডেন্ট মোঃ মোস্তফা কামাল। রোববার বিকেল রামরায়গ্রাম খোনার বাড়ী ও গাজী বাড়ি মাঠে এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে ফ্রিজ ও এলইডি ক্রিকেট টূর্ণামেন্টের প্রধান পরিচালক এয়াছিন সবুজের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড চৌদ্দগ্রাম শাখার ব্রাঞ্চ ম্যানেজার মোঃ ইউসুফ আলী, চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড চৌদ্দগ্রাম শাখার ইউনিট ম্যানেজার জসিম উদ্দিন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ফ্রিজ ও এলইডি ক্রিকেট টূর্ণামেন্টের পরিচালক রিয়াদ, সবুজ, বাদন, উজ্জ্বল, রিদয়, ইউনুছ, মাসুম, ফারহান, সামির ও কাজী নাসিমসহ রামরায়গ্রাম তরুণ যুব ও ব্রাদার্স ইউনিয়নের সদস্য বৃন্দ।