
কুমিল্লার চৌদ্দগ্রাম প্রেস ক্লাবের অফিস উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল বৃহস্পতিবার(৩০ জানুয়ারী) বিকেলে চৌদ্দগ্রাম বাজারের বিসমিল্লাহ টাওয়ারের(জেনারেল হাসপাতাল বিল্ডিং) ৫ম তলায় অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রেস ক্লাবের সভাপতি সিরাজুল ইসলাম ফরায়েজীর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মোঃ বেলাল হোসাইনের সঞ্চালনায় আমন্ত্রিত অতিথিদের বক্তব্যে রাখেন উপজেলা জামায়াতে ইসলামী আমির মু. মাহফুজুর রহমান, উপজেলা জাতীয় পার্টির সাধারন সম্পাদক মোঃ খোরশেদ আলম, পৌর বিএনপির আহবায়ক হারুন অর রশিদ মজুমদার, বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব মহিন উদ্দিন। বক্তব্য রাখেন প্রেস ক্লাবের সহ সভাপতি মুহা. জহিরুল হাসান, যুগ্ম সাধারন সম্পাদক মনোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন নয়ন, সিনিয়র সাংবাদিক মোঃ আকতারুজ্জামান ও আবু বকর সুজন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রেস ক্লাবের অর্থ সম্পাদক মু. আহসান উল্যাহ, প্রচার সম্পাদক এম এ আলম, দপ্তর সম্পাদক মোঃ শাহীন আলম, কার্য নিবাহী সদস্য আনিছুর রহমান, সফিউল আলম, প্রেস ক্লাবের সদস্য জহিরুল ইসলাম সুমন, খোরশেদ আলম, ইউসুফ মজুমদার, আবদুর রব লাভলু, সাংবাদিক সানোয়ার হোসেন, আবদুর রউফ, বেলাল হোসেন শাকিল, কাজী আহসান উল্লাহ, ইউসুফ হোসাইন, নাঈম ইকবাল, মোঃ হোসাইন প্রমুখ। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন চৌদ্দগ্রাম থানা মসজিদের সাবেক খতিব সাইয়্যেদ রাশিদুল হাসান জাহাঙ্গীর।