
যুবসমাজকে মাদক, সন্ত্রাস, অন্যায়, অনিয়ম থেকে বিরত রেখে সমাজের অবহেলিত ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর সুখে দুঃখে পাশে থাকার পাশাপাশি সমাজিক উন্নয়ন অগ্রগতিতে ভূমিকা রাখতে ছাগলনাইয়া পৌরসভার মটুয়া ওয়ার্ডে প্রতিষ্ঠা করা হয় ডাঃ আবু সৈয়দ মজুমদার স্মৃতি পাঠাগার এন্ড ক্লাব। প্রতিষ্ঠালগ্ন থেকে সামাজিক এ প্রতিষ্ঠানটি সমাজ উন্নয়নে ব্যাপক ভূমিকা রেখে আসছে। এ গাঠাগারের সদস্যদের উজ্জীবিত করতে ডাঃ আবু সৈয়দ মজুমদার স্মৃতি পাঠাগার এন্ড ক্লাবের আয়োজনে সংগঠনটির সিনিয়র ও জুনিয়র সদস্যদের অংশগ্রহণে ঘরোয়া ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত হয়।

শুক্রবার (১০ মার্চ) ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,
ডাঃ আবু সৈয়দ মজুমদার স্মৃতি পাঠাগার এন্ড ক্লাবের প্রতিষ্ঠাতা এবং প্রধান উপদেষ্টা বিশিষ্ট সমাজসেবক নেছার উদ্দিন ছোটন। এসময় অন্যন্যদের মাঝে উপস্থিত ছিলেন, উপদেষ্টা গিয়াস উদ্দিন, ওমর ফারুক, জায়েদ মজুমদার, জিতু, মাওঃ মূসা, মাওঃ খলিলুর রহমান প্রমুখ।
খেলায় জুনিয়র দল জয় লাভ করে।