
ছাগলনাইয়ায় শান্তিপূর্ণ পরিবেশে জন্মাষ্টমী উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীরা ধর্মীয় সকল আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছে। শ্রী কৃষ্ণের শুভ আবির্ভাব পূর্ণ্যতিথি জন্মাষ্টমী উপলক্ষে ছাগলনাইয়া উপজেলা পূজা উদযাপন কমিটির আয়োজনে শুক্রবার (১৯ আগস্ট) সকালে উপজেলা কেন্দ্রীয় উপাসনালয় শ্রী শ্রী রাধাকৃষ্ণ সেবাশ্রম মন্দিরে ধর্মীয় আলোচনা সভা ও বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়। পরে বিশ্ব শান্তি দেশ ও জাতীর কল্যাণ কামনায় মন্দির প্রাঙ্গন থেকে মঙ্গল শোভাযাত্রায় অংশগ্রহণ করেন সনাতন ধর্মাবলম্বীরা। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা পূজা উদযাপন কমিটির সহ-সভাপতি শ্রীযুক্ত বাবু হরিপদ সাহা। পূজা উদযাপন কমিটি ছাগলনাইয়া উপজেলা শাখার সভাপতি বাবু কালিপদ বিশ্বাসের সভাপতিত্বে ও পৌর শাখার সভাপতি শ্রীযুক্ত বাবু শংকর সাহা এবং সাধারণ সম্পাদক শ্রীযুক্ত বাবু বিধান শর্মার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, ছাগলনাইয়া উপজেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক শ্রীযুক্ত বাবু কৃত্তিলাল নাথ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা পূজা উদযাপন কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক শ্রীযুক্ত বাবু শৈবাল দত্ত।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র গীতা পাঠান্তে প্রার্থনা পরিচালনা করেন শ্রী শ্রী রাধাকৃষ্ণ সেবাশ্রমের সেবাইত রাজলক্ষ্মী। এসময় শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন, শ্রী শ্রী রাধাকৃষ্ণ সেবাশ্রম মন্দিরের সাধারণ সম্পাদক প্রকৌশলী সঞ্চল দে সরকার, ছাগলনাইয়া প্রেস ক্লাবের সমন্বয় কমিটির সদস্য সাংবাদিক নজরুল ইসলাম চৌধুরী, ঘোপাল ইউনিয়ন পূজা উদযাপন কমিটির সভাপতি বাবু মানিক লাল দাস, দারোগারহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা শ্রীমতি অমিতা নাথ।