এম. মনসুর আলী, সরাইল থেকে:- সরাইল উপজেলার অরুয়াইল ইউনিয়নের নব গঠিত অরুয়াইল ইউনিয়ন ছাত্রলীগ কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রলীগ কর্মীরা। গতকাল শুক্রবার বিকালেএ কর্মসূচি পালিত হয়।
অরুয়াইল ইউনিয়ন ছাত্রলীগ কর্মী আব্দুল হামিদ ও সাদ্দাস হোসেনের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি বের হয়। মিছিলটি অরুয়াইল বাজারের প্রতিটি রাস্তা প্রদক্ষিণ করে।
মিছিল শেষে বিক্ষোভ সমাবেশে আব্দুল হামিদ বলেন, অরুয়াইল ইউনিয়নের মূল নেতাদের না জানিয়ে সাজ্জাদকে সভাপতি ও রাসেলকে সাধারণ সম্পাদক করে অরুয়াইল ইউনিয়ন ছাত্রলীগ কমিটি দেওয়া হয়েছে।আমি এ কমিটি বাতিলের জোর দাবি জানাচ্ছি।
সাদ্দাম হোসেন এ কমিটি বাতিলের দাবি জানিয়ে বলেন, এ দাবি না মানা হলে মানববন্ধনসহ কঠিন কর্মসূচি দেওয়া হবে
Please follow and like us: