সিরাজগঞ্জের তাড়াশে অষ্টম শ্রেণীর ছাত্র নূরে আলম নাফি জাতীয় ওর্য়াড মাষ্টার প্রতিযোগীতায় দেশের মধ্যে তৃতীয় স্থান অর্জন করেছে। এ সাফল্যের জন্য তাকে ক্রেস্ট ও সনদ দিয়ে সম্মানীত করা হয়।
বুধবার (১৮ ডিসেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদে বে-সরকারী আর্ন্তজাতিক স্বেচ্ছাসেবী সংস্থা গুড নেইবার কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে তার কৃতিত্বের স্বীকৃতি স্বরুপ প্রধান অতিথি বাংলাদেশ জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ডঃ একেএম রিয়াজুল হাসান তার হাতে এ সম্মানা পুরুস্কার তুলে দেন। নূরে আলম নাফি তাড়াশ পৌর শহরের ভাদাশ মহল্লার জাহাঙ্গীরগাতী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেলিম রেজার ছেলে এবং তাড়াশ ইসলামীয়া পাইলট উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্র। বে-সরকারি স্বেচ্ছাসেবী সংস্থা গুড নেইবারের আঞ্চলিক পরিচালক মোশারফ জানান, সারা দেশে অষ্টম শ্রেণীতে অধ্যায়নরত ছাত্র-ছাত্রীদের ইংরেজী বিষয়ে দক্ষ ও ইংরেজী ভীতি দূর করার জন্য প্রতিবছর ওর্য়াড মাষ্টার প্রতিযোগীতার আয়োজন করা হয়। এ বছরও যথা নিয়মে অষ্টম শ্রেণীর ছাত্র-ছাত্রীদের নিয়ে স্কুল, থানা, জেলা, বিভাগ এবং সর্বশেষ জাতীয় পর্যায়ে ওই প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। উক্ত প্রতিযোগীতায় তাড়াশের কৃতি সন্তান নূরে আলম নাফি সকল পর্যায়ের প্রতিযোগীয় উত্তীর্ণ হয়ে বুধবার জাতীয় পর্যায়ে প্রতিযোগীতায় অংশ গ্রহন করে তৃতীয় স্থান অর্জণ করে। এ বিষয়ে নূরে আলম নাফি বলে, এ স্বীকৃতি আমার প্রতিনিয়ত অধ্যায়নের ফল। সারা দেশের মধ্যে তৃতীয় হওয়াটাও অনেক গৌরবের। এ কৃতিত্ব আমার পড়া-লেখার মনোযোগকে আরো বাড়িয়ে দিল।
এ প্রসঙ্গে তাড়াশ ইসলামীয়া পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সালাম জানান, নূরে আলম নাফি উক্ত প্রতিযোগীতায় অংশ নিয়ে দেশের মধ্যে তৃতীয় স্থান আর্জন করে আমার বিদ্যালয় তথা তাড়াশ উপজেলাকে সম্মানীত করেছে। তার এ কৃতীত্ব সকল ছাত্র-ছাত্রীদের অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।হস্তান্তর করা হয়।
Please follow and like us: