১৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, শনিবার, ৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ২০শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

শিরোনামঃ-




জার্মানীতে আহমদীয়া বার্ষিক জলসা সমাপ্ত- সকলের অধিকার রক্ষার প্রতি আহ্বান

প্রেস বিজ্ঞপ্তি।

আপডেট টাইম : সেপ্টেম্বর ০৪ ২০২৩, ১৯:০১ | 961 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

জার্মানির স্টুটগার্টে অনুষ্ঠিত বার্ষিক জলসায় ধর্ম, বর্ণ নির্বিশেষে সমগ্র মানবজাতির সমঅধিকার প্রতিষ্ঠার আহ্বান।
১লা সেপ্টেম্বর শুক্রবার বাংলাদেশ সময় বিকাল ৪.৪৫মি. বিশ্বের বিভিন্ন দেশের জাতীয় পতাকার সাথে আহমদীয়া জামা’তের পতাকা উত্তোলন ও দোয়ার মাধ্যমে আহমদীয়া মুসলিম জামা’ত জার্মানির ৪৭তম বার্ষিক জলসার উদ্বোধন করেন নিখিলবিশ্ব আহমদীয়া মুসলিম জামা’তের খলীফা হযরত মির্যা মাসরূর আহমদ (আই.)। ০৩ সেপ্টম্বর বাংলাদেশ সময় রাত ১১টায় সমাপ্তি ভাষণ ও  দোয়ার মাধ্যমে জলসার সমাপ্তি ঘোষণা করা হয়।
জার্মানির এই বৃহত্তম মুসলিম সম্মেলনে সমবেত হয়েছিলেন ৪৭ হাজারের অধিক আহমদী মুসলিমগণ। জলসায় বিভিন্ন বক্তাগণ পবিত্র কুরআনের অনুপম সৌন্দর্য, শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠায় মহানবীর (সা.) অতুলনীয় আদর্শ, সোস্যাল মিডিয়ার মন্দ প্রভাব থেকে রক্ষার উপায়, খিলাফত ও আহমদীয়া জামাতের মাঝে পারস্পরিক ভালোবাসা ইত্যাদি বিষয়ে বিশিষ্ট ব্যক্তিবর্গ বক্তব্য রাখেন। জলসার সমাপ্তি বক্তব্যে আহমদীয়া খলীফা পবিত্র কুরআনের আলোকে সমাজে সকল শ্রেণিগোষ্ঠির অধিকার সংরক্ষণের বিষয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য উপস্থাপন করে ইসলামের অনুপম সুন্দর শিক্ষা তুলে ধরেন। তিনি সূরা বাকারার ২৮৩ নম্বর আয়াতের আলোকে ঋণ গ্রহণ ও পরিশোধের বিষয়ে ইসলামের শিক্ষা তুলে ধরেন। এছাড়া ইসলামের ইতিহাসে জনসাধারণের সেবায় খলিফাগণের দৃষ্টান্তও তিনি তুলে ধরেন। তিনি বলেন,  দ্রব্যমূল্যের দাম ঠিক রাখাও সরকারের কাজ। বর্তমানে মুসলমান দেশসমূহের নেতাদের খলীফাগণের আদর্শ অবলম্বন করা উচিত। সরকারের আনুগত্যের বিষয়ে তিনি বলেন,  আল্লাহতালা বলেন, ‘হে যারা ঈমান এনেছ, তোমরা আল্লাহ ও তার রসুলের আনুগত্য করো আর তাদের আনুগত্য করো যারা তোমাদের আদেশ দেয়ার অধিকার রাখে।’ তাই কোন দেশে  অমুসলিম সরকার থাকলেও তার ন্যায় আদেশের উপর আমল করতে হবে। তিনি বলেন, সরকারের দায়িত্ব হলো, তার নিজ দেশের জনসাধারণের মৌলিক অধিকার সমূহের প্রতি লক্ষ্য রাখা। সরকারের দায়িত্ব নিজের নাগরিকদের সকল সমস্যাবলী থেকে রক্ষা করা।তিনি আরো বলেন, মানুষের মানবিকতা ততদিন থাকবে যতদিন সে মানুষের মাঝে কোন পার্থক্য করবে না। যে ব্যক্তি কোন নিরপরাধ ব্যক্তিকে হত্যা করে সে যেনো পুরো মানবজাতিকেই হত্যা করলো। আজকাল যে চরম উগ্রপন্থী ধর্মব্যবসায়ীরা আছে তারা দুনিয়াতে অশান্তি ছড়াচ্ছে। নিঃসন্দেহে তারা আল্লাহর ক্রোধানলে পড়তে যাচ্ছে।
শেষে তিনি বিশ্বের শান্তি ও সমৃদ্ধি কামনা করে দোয়া পরিচালনা করেন। জলসা উপলক্ষ্যে বিভিন্ন দেশের প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ ভিডিও ও লিখিত বার্তা প্রেরণ করেন।
উল্লেখ্য, আহমদীয়া মুসলিম জামাত জার্মানি এ বছর তাদের জামাত প্রতিষ্ঠার শতবর্ষ উদযাপন করছে। ১৯২২ সালে বাংলার কৃতি সন্তান,  বিশিষ্ট শিক্ষাবিদ খান সাহেব মৌলবী মোবারক আলী সর্ব প্রথম জার্মানিতে আহমদীয়া মুসলিম জামাতের পক্ষ থেকে ইসলাম প্রচারক ও ইমাম হিসেবে দায়িত্ব পালন করেন।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET