৪ঠা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, বুধবার, ১৯শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ১লা জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • রংপুর
  • ঠাকুরগাঁওয়ে কৃষকদের সেবার মান বৃদ্ধিতে বরেন্দ্রর কর্মকর্তা-কর্মচারীদের সাথে মতবিনিময় সভা 




ঠাকুরগাঁওয়ে কৃষকদের সেবার মান বৃদ্ধিতে বরেন্দ্রর কর্মকর্তা-কর্মচারীদের সাথে মতবিনিময় সভা 

মোঃ ইনামুল হাসান নাইম, স্পেশাল করেসপন্ডেন্ট ,ঢাকা।

আপডেট টাইম : অক্টোবর ০২ ২০১৯, ১৫:৩৬ | 1070 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

হাসান বাপ্পি,ঠাকুরগাঁওঃ
বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ (বিএমডিএ)’র ঠাকুরগাঁও সার্কেলের কর্মকর্তা-কর্মচারীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ ঠাকুরগাঁও সার্কেলের আয়োজনে বুধবার দুপুরে প্রতিষ্ঠানটির সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় ঠাকুরগাঁও সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো: জাহাঙ্গীর আলম খাঁনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ ( বিএমডিএ) রাজশাহীর চেয়ারম্যান ও সাবেক এমপি ড. মো: আকরাম হোসেন চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সদর দপ্তরের নির্বাহী প্রকৌশলী শাহীদুর রহমান, দিনাজপুর রিজিওনের নির্বাহী প্রকৌশলী হাবিবুর রহমান খাঁন, ঠাকুরগাঁও রিজিওনের নির্বাহী প্রকৌশলী শফিকুল ইসলাম প্রমুখ। মতবিনিময় সভায় ঠাকুরগাঁও, দিনাজপুর, পঞ্চগড়-সার্কেলের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। সভায় কৃষকদের সেবা প্রদান ত্বরান্বিত করা, সার্কেলের আওতাভুক্ত এলাকায় বিভিন্ন সম্ভাবনা ও কৃষকদের সেবার মান বৃদ্ধি এবং তাদের সেবা বৃদ্ধিতে বিভিন্ন প্রকল্পের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। উল্লেখ্য , বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ (বিএমডিএ) ঠাকুরগাঁও সার্কেলের আওতায় মোট ৩ হাজার ৬৩৬ টি সেচযন্ত্র রয়েছে। এর মধ্যে গভীর নলকুপ চালু রয়েছে ২ হাজার ৭৮৮টি, এলএলপি চালু রয়েছে ৬৯টি সহ মোট ২ হাজার ৮৫৭টি। বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ ৬৮ হাজার ৬১২ হেক্টর এবং অন্যান্য ১৮৩ হেক্টর জমিতে সেচ সুবিধা প্রদান করে আসছে। এতে করে ৯৮ হাজার ৩৭৯ জন কৃষক সুবিধা গ্রহন করেছেন।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET