ভ্রমণ পিপাসু সংগঠন ‘তারুণ্য অগ্রযাত্রা’ এর উদ্যোগে ডাকাতিয়া নদীতে বার্ষিক নৌকা ভ্রমণ অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে গত ২৭ আগস্ট শুক্রবার সকালে তারুণ্য অগ্রযাত্রার সদস্যরা চৌদ্দগ্রাম উপজেলার খিরণশাল থেকে নৌকা যোগে যাত্রা শুরু করে। এরপর নাঙ্গলকোট ও লালমাই উপজেলার ডাকাতিয়া নদীতে নৌকা ভ্রমণ শেষে খিরণশাল এসে সমাপ্ত হয়। এ সময় উপস্থিত ছিলেন অগ্রযাত্রার প্রধান উপদেষ্টা আবুল হাশেম ভুঁইয়া, উপদেষ্টা সৈয়দ মোঃ আইয়ুব, সভাপতি এম আর রানা, সাধারণ সম্পাদক মহিন হাজারী, সহ-সাধারণ সম্পাদক মোঃ আমিন, অর্থ সম্পাদক কামরুল হাসান, পরিকল্পনা সম্পাদক নিজাম উদ্দিন, ডেলিগেট আবদুল হান্নান, শাওন এবং রায়হানসহ আরও অনেকে।