তালা প্রতিনিধি :- প্রকাশিত সংবাদ সম্মেলনে প্রস্তাবিত তথ্য সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। গত মঙ্গলবার বিকেলে তালার রিপোটার্স ক্লাবে সাংবাদিক সম্মেলন মিথ্যা ও ভিত্তিহীন তথ্য প্রকাশ করার জন্য তিব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতী প্রদান করেন ট্যাবোনিক্যাল অফ গ্রেস চার্চ’র পালক দানিয়েল বৈদ্য ও নিপা বৈদ্য। তাহারা বলেন, একটি কুচক্রী মহল আমাদের সুনাম নষ্ট করার জন্য বিভিন্ন ভাবে হয়রানী করা সহ মিথ্যা সংবাদ প্রকাশিত করেছে। তাহারা আরও বলেন,তালা উপশহরের মেলা বাজারে অবস্থিত খ্রীষ্টান মিশনারী শিশু এতিমখানা “হোম অব হ্যাভেন শিশুসদন সুনামের সহিত পরিচালিত হচ্ছে। যা রিলিজিয়াজ ওয়েল ফেয়ার ট্রাষ্ট কতৃক অনুমদিত । এই শিশু সদনটি চার্চ কতৃক প্ররিচালিত হয়ে আসছে। সকল শিশুদের সঠিক ভাবে শিক্ষাপ্রদান ও খাদ্য সরবরাহ করা হয়।এবং সকল শিশুই তালা মডেল সরকারি প্রাইমারি স্কুলে পড়াশুনা করছে। এসময় নিপা বৈদ্য বলেন, গত ২৮ ই ফেব্রয়ারীতে আনুমানিক সন্ধা ৬টার দিকে আমাকে ও আমার মেয়েকে বাজারের মধ্যে অকথ্য ভাষায় গালিগালাজ সহ মারধর করে দোহার গ্রামের মৃত তারক সরকারের ছেলে অমল সরকার। এটি নিয়ে তালা থানাতে একটি অভিযোগ করা হয়েছে। পাষ্টর দানিয়েল বলেন, অমল সরকার ৪ ফেব্রয়ারী দুপুর ১২টার দিকে প্রাণে শেষ করে দেয়ার হুমকী প্রদান করে থাকে। এভাবে চলতে থাকলে খ্রিষ্টান মিশনের সকল কাজ সহ জীবন যাপন বিপন্ন হয়ে পড়েছে তাই আমরা প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করি।