দিনাজপুরে নানা আয়োজনের মধ্যে দিয়ে নবম ৭নং ওয়ার্ড কাউন্সিলর কাপ ফুটবল টুর্নামেন্টের চূড়ান্ত খেলা ও গুনি ব্যাক্তিদের সংবর্ধনা প্রদান অনুষ্ঠিত হয়েছে। খেলায় চিরিরবন্দর যশাই ফুটবল একাদশকে ১-৫ গোলে হারিয়ে নবাবগঞ্জ উপজেলা দাউদপুর ফুটবল একাডেমি চ্যাম্পিয়ন হয়েছে।
টুর্নামেন্ট সভাপতি দিনাজপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম নবী দুলালের সভাপতিত্বে শুক্রবার সন্ধ্যায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন প্রধান অতিথি দিনাজপুর বনিক সমিতির সভাপতি রেজা হুমায়ুন ফারুক চৌধুরী শামীম।
স্বাগত বক্তব্য রাখেন কাউন্সিলর কাপ টুর্নামেন্টের প্রতিষ্ঠাতা ও প্রধান পৃষ্ঠপোষক ৭নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ রেহাতুল ইসলাম খোকা।
এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের দন্ত বিভাগের প্রধান ডাঃ মুহাম্মদ ওলি আহাদ, দিনাজপুর বনিক সমিতির পরিচালক মোঃ মোস্তফা কামাল মিলন, দিনাজপুর জুয়েলার্স মালিক সমিতির সভাপতি মোঃ মোফাজ্জল হোসেন ও দিনাজপুর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক রেজাউল করিম (রেজা চৌধুরী)।
প্রধান পৃষ্ঠপোষক ৭নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ রেহাতুল ইসলাম খোকা বলেন, বর্তমানে আমি কাউন্সিলর নই, তবে আপনারা যদি আমাকে আগামীতে ভোট দিয়ে নির্বাচিত করেন তাহলে আমি আপনাদের সেবা করে যাবো। তবে এই টুর্নামেন্ট দিনাজপুরের ফুটবল পিপাসুদের জন্য প্রতিবছর অনুষ্ঠিত হবে আপনাদের সহযোগিতায়।
প্রধান অতিথি দিনাজপুর বনিক সমিতির সভাপতি রেজা হুমায়ুন ফারুক চৌধুরী শামীম বলেন, আমাদের তরুন প্রজন্মকে মাদক ও মোবাইলের নেশা থেকে বের করে এনে খেলাধুলার নেশায় আসক্ত করতে হবে। বিলুপ্ত হয়ে যাওয়া জনপ্রিয় ফুটবল খেলাকে জাগ্রত করতে মোঃ রেহাতুল ইসলাম খোকা এই টুর্নামেন্টের মাধ্যমে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। আমি তাকে অনুরোধ করব। এই টুর্নামেন্ট যাতে প্রতি বছর মহারাজা গিরিজানাথ উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে অনুষ্ঠিত হতে থাকে।
শুভেচ্ছা বক্তব্য রাখেন টুর্নামেন্টের আহবায়ক সপু আহমেদ ও সদস্য সচিব মোঃ নাসিম চূড়ান্ত খেলায় পাবর্তীপুর উপজেলা যশাই ফুটবল একাদশকে ১-৫ গোলে পরাজিত করে নবাবগঞ্জ দাউদপুর ফুটবল একাডেমি চ্যাম্পিয়ন হয়।
প্রধান অতিথি ও বিশেষ অতিথিদ্বয় চ্যাম্পিয়ন দলকে ট্রফি ও প্রাইজ মানি ৭০ হাজার টাকা এবং রানার্স আপ দলকে ট্রফি ও প্রাইজ মানি ৪০ হাজার টাকা দিয়ে পুরষ্কার প্রদান করেন। টুর্নামেন্ট কমিটির পক্ষ থেকে দিনাজপুরের বিশিষ্ট গুনিজনদের সম্মাননা ক্রেস্ট দিয়ে সংবর্ধনা প্রদান করা হয়।