আজকেও মাঠে ব্যাটে-বলের লড়াইয়ের কথা। কিন্তু তার আগেই পাঁচ দিনের ম্যাচ মাত্র আড়াই দিনেরও অনেক কম সময়ের আগে শেষ হয়ে গেছে। যার ফলে ২৭ নভেম্বর বাংলাদেশে ফেরার বদলে গতকালই দেশে ফিরতে শুরু করেছেন ক্রিকেটাররা।
এরই মধ্যে দেশে ফিরেছেন চার ক্রিকেটার। তারা হলেন, মমিনুল হক, মাহমুদউল্লাহ রিয়াদ, আল আমিন ও মুস্তাফিজুর রহমান। রোববার রাত সাড়ে ১০টার দিকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তারা। দলের বাকি সদস্যরা আসবেন আজ এবং আগামীকাল।
ভারত সফরটা জয় দিয়ে শুরু করেছিলো টাইগাররা। দিল্লিতে প্রথম টি-টোয়েন্টি জিতলেও পরের দুই ম্যাচে হেরেছে সফরকারীরা। টি-টোয়েন্টি সিরিজ হারের পর হেরেছে দুইটি টেস্টও।
আপাতত এ বছর বাংলাদেশে আর কোনো আন্তর্জাতিক ম্যাচ নেই। ডিসেম্বরে বঙ্গবন্ধু বিপিএল শেষে জানুয়ারিতে পাকিস্তানের উদ্দেশ্য পূর্ণাঙ্গ সিরিজ খেলতে ঢাকা ত্যাগ করবে বাংলাদেশ দল। এরপর ফেব্রুয়ারিতে ঘরের মাঠে অস্ট্রেলিয়াকে স্বাগত জানাবে টাইগাররা।