ইমরান খান রাজ (দোহার প্রতিনিধি)
ঢাকার দোহার উপজেলার মুকসুদপুর ইউনিয়নের “মধুরখোলা সমাজকল্যাণ সমিতি”র উদ্যোগে গরীব ও দুস্থদের জন্য বিনামূল্যে চিকিৎসা সেবা ও সেচ্চায় রক্তদান কর্মসূচি সম্পন্ন হয়। সমিতির সাধারণ সম্পাদক জনাব শাকিল হোসেনের তত্তাবধানে গত বৃহস্পতিবার সমিতির নিজস্ব কার্যালয়ে সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত অত্র এলাকার প্রায় একশত রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়।
সমিতির সভাপতি জনাব মো: শাহ-আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুকসুদপুর ইউপি চেয়ারম্যান জনাব এম, এ হান্নান খান। গরীব মানুষদের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান, সেচ্চায় রক্তদান ও এলাকার উন্নয়নমূলক কাজে অংশগ্রহণ করার জন্য সমিতির সকল সদস্যকে ধন্যবাদ জ্ঞাপন করে প্রধান অতিথির বক্তব্যে জনাব হান্নান খান বলেন, মানবকল্যাণের লক্ষে স্বেচ্ছায় কাজ করা মহৎকর্ম। এই সমিতির সকল প্রকার ভালো উদ্যোগের পাশে থেকে সকল বিষয়ে আমি আপনাদের সহযোগীতা করবো।
এসময় আরো উপস্থিত ছিলেন, মো: কায়ুম, মো: হালিম, জনি, রাসেল মোল্লা, মো: সোহাগ, জাহাঙ্গীর, রাজিব, রহিম, ইস্রাফিল, রিফাত, শাওন ও রাব্বিসহ সংগঠনের সকল সদস্যবৃন্দ। এছাড়া কর্মসূচী সফলভাবে সম্পন্ন করতে সার্বিক সহযোগীতায় ছিলেন, বীর মুক্তিযোদ্ধা সামছুল হক, রফিক ভূঁইয়া, শেখ জলিল, মো: আনোয়ার, মো: সোহেল, মজিবুর রহমান ও মো: শহিদুল প্রমুখ।