
কুমিল্লার নাঙ্গলকোটের শ্রীহাস্য আলোকিত ক্লাবের আয়োজনে নাইট শর্ট ক্রিকেট টুর্নামেন্ট ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান শনিবার রাতে শ্রীহাস্য-আতাকরা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে। সমাজ সেবক ও রাজনীতিবিদ প্রফেসর মাহবুবুল হক মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন নাঙ্গলকোট উপজেলা ছাত্রদল সাবেক সভাপতি ও মক্রবপুর ইউনিয়ন পরিষদ সাবেক চেয়ারম্যান মাজহারুল ইসলাম ছুপু।
ফাইনাল খেলায় অংশগ্রহণ করেন হরিপুর নবতরন ক্লাব বনাম হেসাখাল পদুয়ারপাড় নিউ সুপারস্টার ক্লাব।
টুর্নামেন্টের প্রধান পৃষ্ঠপোষক সাফায়েত হোসেন শাফি ও মনিরুজ্জামান সিহাব এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কুমিল্লা দক্ষিণ জেলা যুবদল সাবেক কর্ম বিষয়ক সম্পাদক ডাক্তার মাঈন উদ্দিন বাহার, নাঙ্গলকোট উপজেলা ছাত্রদল সাবেক সভাপতি ছালেহ আহম্মেদ, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন নাঙ্গলকোট পৌরসভা সহ-সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন মজুমদার, সাবেক ছাত্রনেতা আলাউদ্দিন মাহমুদ কিরণ, পৌরসভা বিএনপি যুগ্ম আহবায়ক হাফেজ আব্দুর রাজ্জাক, শ্রীহাস্য আলোকিত ক্লাব উপদেষ্টা রহিম উল্লাহ মজুমদার, ছাত্রদল নেতা নূরুন নবী, কাউসার আলম মজুমদার প্রমুখ।
এছাড়াও ফাইনাল খেলায় শ্রীহাস্য আলোকিত ক্লাব নেতৃবৃন্দ ও সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে শ্রীহাস্য আলোকিত ক্লাবের আয়োজনে নাইট শর্ট ক্রিকেট টুর্নামেন্ট ফাইনাল খেলায় বিজয়ী হরিপুর নবতরন ক্লাব ও রানার্স আপ হেসাখাল পদুয়ারপাড় নিউ সুপারস্টার ক্লাবের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন অতিথি বৃন্দ।
Please follow and like us: