
সত্যের সাথে রোজ প্রভাতে এই স্লোগানে কুমিল্লার নাঙ্গলকোটে দৈনিক জবাবদিহি পত্রিকার ৭ পেরিয়ে ৮ বৎসরে পর্দাপণ করায় বর্ষপূর্তি উদযাপন করা হয়। শনিবার বিকেলে নাঙ্গলকোট প্রেসক্লাব মিলনায়তনে আলোচনা সভা ও কেক কেটে বর্ষপূর্তি উদযাপন করা হয়েছে। নাঙ্গলকোট প্রেসক্লাব ভারপ্রাপ্ত সভাপতি মাঈন উদ্দিন দুলালের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন দৈনিক জবাবদিহি পত্রিকার নাঙ্গলকোট উপজেলা প্রতিনিধি ও প্রেসক্লাব সদস্য নাঈম উদ্দিন।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রেসক্লাব সাধারণ সম্পাদক তাজুল ইসলাম, অর্থ সম্পাদক মোহাম্মদ আলাউদ্দিন, দপ্তর সম্পাদক ইমরান হোসেন সোহান, প্রেসক্লাব সদস্য সাইফুল ইসলাম, ব্যবসায়ী কামরুজ্জামান কামরুল প্রমুখ।