১৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, রবিবার, ৩০শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ১২ই জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • সকল সংবাদ
  • নড়াইলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মাদকবিরোধী শিক্ষাঙ্গন কর্মসূচি প্রচার অভিযান




নড়াইলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মাদকবিরোধী শিক্ষাঙ্গন কর্মসূচি প্রচার অভিযান

মোহাম্মদ ইমন মিয়া, বাঙ্গরা,কুমিল্লা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : ফেব্রুয়ারি ১৬ ২০১৮, ১৮:৩২ | 702 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি■

নড়াইলে মাদক থেকে পরিত্রাণ জন্য শিক্ষক ও ছাত্র-ছাত্রীদের নিয়ে স্কুলে স্কুলে গণসচেতনতামূলক প্রচার অভিযান, মাদকের পব্যবহার ও যুব সমাজের অবক্ষয় থেকে পরিত্রাণের উপায় শীর্ষক একটি গণসচেতনতামূলক শিক্ষাঙ্গন কর্মসূচি পরিচালিত হয়েছে। গতকাল নড়াইল জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়, নড়াইল কর্তৃক তুলারামপুর মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রী ও শিক্ষকদের নিয়ে এ কর্মসূচি ও আলোচনা সভার কার্যক্রম অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবু ইন্দ্রজিৎ মন্ডলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়, নড়াইল- এর পরিদর্শক বাবু বিদ্যুৎ বিহারী নাথ। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়, নড়াইল- এর সহকারি উপ-পরিদর্শক গোলাম মোস্তফা, উপ-পরিদর্শক বাবু অপূর্ব বিশ্বাসসহ বিদ্যালয়টির সকল ছাত্র-ছাত্রী ও শিক্ষকবৃন্দ। প্রধান অতিথি বাবু বিদ্যুৎ বিহারী নাথ তাঁর বক্তব্যে বলেন, মাদকের আগ্রাসনে উজার মরুতে আমরা সচেতনতার গাছ লাগাচ্ছি। কিশোর-যুবকদের মনের ভেতরে আঁকছি অবক্ষয়ের ভয়াল চিত্র। মাদক কিভাবে কেড়ে নিচ্ছে মানুষের কর্মক্ষমতা, কিভাবে নষ্ট করে দিচ্ছে শিক্ষার্থীদের মেধা, মাদকের মরণ কামড়ে কিভাবে নষ্ট হয়ে যাচ্ছে যৌবন, স্বাস্থ্য, সুস্থ মন, আমরা সেই ভয়াল চিত্রটাই তোমাদের দেখাচ্ছি। তোমরাই আমাদের আশা ভরসার একমাত্র অবলম্বন। অচিরেই তোমাদের হাতেই আমাদের দেশ পরিচালিত হবে। তাই তোমাদেরকেই যোগ্য নাগরিক হবার জন্য আমরা প্রাণান্ত চেষ্টা করে যাচ্ছি। কৃষক যেমন করে বেড়া দিয়ে সামলায় তার সোনালি ফসল, আমরাও তেমনি তোমাদের আগলে আগলে রাখছি। আলোচনা শেষে প্রধান অতিথি উপস্থিত অনুষ্ঠানে ছাত্র-শিক্ষক সকলকে মাদকবিরোধী শপথবাক্য পাঠ করান এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষকের হাতে শুভেচ্ছাস্বরূপ মাদকদ্রব্যের অপব্যবহারের ফলে ক্ষতি বিষয়ক বাঁধাই পোস্টার ও স্মারক মগ তুলে দেন।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET