উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি■
নড়াইলে মাদক থেকে পরিত্রাণ জন্য শিক্ষক ও ছাত্র-ছাত্রীদের নিয়ে স্কুলে স্কুলে গণসচেতনতামূলক প্রচার অভিযান, মাদকের পব্যবহার ও যুব সমাজের অবক্ষয় থেকে পরিত্রাণের উপায় শীর্ষক একটি গণসচেতনতামূলক শিক্ষাঙ্গন কর্মসূচি পরিচালিত হয়েছে। গতকাল নড়াইল জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়, নড়াইল কর্তৃক তুলারামপুর মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রী ও শিক্ষকদের নিয়ে এ কর্মসূচি ও আলোচনা সভার কার্যক্রম অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবু ইন্দ্রজিৎ মন্ডলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়, নড়াইল- এর পরিদর্শক বাবু বিদ্যুৎ বিহারী নাথ। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়, নড়াইল- এর সহকারি উপ-পরিদর্শক গোলাম মোস্তফা, উপ-পরিদর্শক বাবু অপূর্ব বিশ্বাসসহ বিদ্যালয়টির সকল ছাত্র-ছাত্রী ও শিক্ষকবৃন্দ। প্রধান অতিথি বাবু বিদ্যুৎ বিহারী নাথ তাঁর বক্তব্যে বলেন, মাদকের আগ্রাসনে উজার মরুতে আমরা সচেতনতার গাছ লাগাচ্ছি। কিশোর-যুবকদের মনের ভেতরে আঁকছি অবক্ষয়ের ভয়াল চিত্র। মাদক কিভাবে কেড়ে নিচ্ছে মানুষের কর্মক্ষমতা, কিভাবে নষ্ট করে দিচ্ছে শিক্ষার্থীদের মেধা, মাদকের মরণ কামড়ে কিভাবে নষ্ট হয়ে যাচ্ছে যৌবন, স্বাস্থ্য, সুস্থ মন, আমরা সেই ভয়াল চিত্রটাই তোমাদের দেখাচ্ছি। তোমরাই আমাদের আশা ভরসার একমাত্র অবলম্বন। অচিরেই তোমাদের হাতেই আমাদের দেশ পরিচালিত হবে। তাই তোমাদেরকেই যোগ্য নাগরিক হবার জন্য আমরা প্রাণান্ত চেষ্টা করে যাচ্ছি। কৃষক যেমন করে বেড়া দিয়ে সামলায় তার সোনালি ফসল, আমরাও তেমনি তোমাদের আগলে আগলে রাখছি। আলোচনা শেষে প্রধান অতিথি উপস্থিত অনুষ্ঠানে ছাত্র-শিক্ষক সকলকে মাদকবিরোধী শপথবাক্য পাঠ করান এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষকের হাতে শুভেচ্ছাস্বরূপ মাদকদ্রব্যের অপব্যবহারের ফলে ক্ষতি বিষয়ক বাঁধাই পোস্টার ও স্মারক মগ তুলে দেন।