পঞ্চগড় জেলা প্রতিনিধি:- পঞ্চগড়ের তেঁতুলিয়ায় দুই ইউপি সদস্যকে বরখাস্ত করা হয়েছে। তারা বাল্যবিবাহে সম্পৃক্ত ও ফৌজদারী মামলার চার্জশিটভূক্ত আসামি হওয়ায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
এ ব্যাপারে সংশ্লিষ্ট মন্ত্রণালয় কর্তৃক প্রেরিত প্রজ্ঞাপন মঙ্গলবার সকালে গণমাধ্যম কর্মীদের কাছে প্রকাশ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সানিউল ফেরদৌস।
বরখাস্তকৃত সদস্যরা হলেন বুড়াবুড়ি ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের সদস্য সফিজুল ইসলাম এবং শালবাহান ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের সদস্য নূর ইসলাম। এ বিষয়ে স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় প্রজ্ঞাপনটি জারি করেছে।
গত ২২ জানুয়ারি মন্ত্রণালয়ের উপসচিব মো. মাহবুবুর রহমান স্বাক্ষরিত প্রজ্ঞাপন থেকে জানা যায়, সফিজুল ইসলামের বিরুদ্ধে প্রত্যক্ষ ও পরোক্ষ ভাবে বাল্যবিবাহ দেয়ার সাথে সম্পৃক্ত থাকার প্রমাণ পাওয়া গেছে। এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা তদন্ত করে জেলা প্রশাসককে অবহিত করেন। জেলা প্রশাসক আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মন্ত্রণালকে অনুরোধ করে চিঠি দেয়। এরই প্রেক্ষিতে বরখাস্তের সিদ্ধান্ত নেয় মন্ত্রণালয়।
এদিকে শালবাহান ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের সদস্যর বিরুদ্ধে অবৈধ ড্রেজার মেশিন চালানোর অপরাধসহ বেশ কয়েকটি ফৌজদারি মামলা বিচারাধীন। তিনি চার্জশীটভূক্ত আসামি।
তাই তাকে বরখাস্ত করেছে মন্ত্রণালয়।
দুই ইউপি সদস্যকেই স্থানীয় সরকার আইন ২০০৯ এর ধারা ও ৩০ উপধারা (১) অনুযায়ী বরখাস্ত করা হয়েছে।