
মুহাম্মদ ছাইফুল্যাহ ,পরশুরাম, ফেনী-
পরশুরাম বাজারের স্টেশন রোডস্থ দুটি দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ডে সব পুড়ে ছাঁই। গতকাল রবিবার (৭ মার্চ) রাত ১১ টার দিকে পরশুরাম বাজারের স্টেশন রোডস্থ ‘রতন ফার্নিসার’ ‘কাজী মেটাল’ ও ‘ঝুমুর ট্রেডার্সে’ অগ্নিকাণ্ডের এই ঘটনা ঘটে। এতে রতন ফার্নিসার ও কাজী মেটাল এর দোকানের সব পুড়ে ছাঁই হয়ে গেছে। এতে প্রায় ৩০-৩৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। ফায়ার সার্ভিসের ২ টি ইউনিট প্রায় ঘণ্টাব্যাপী প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। স্থানীয়রা জানান, ফায়ার সার্ভিস ঘটনাস্থলে আসার আগেই আগুনে পুড়ে ছাঁই হয়ে গেছে ব্যবসায়ী রতন ও জাহাঙ্গীরের স্বপ্ন।
প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের তেমন কোন কারণ জানা না গেলেও বৈদ্যুতিক শট সার্কিট থেকে অগ্নিসংযোগের ঘটনা ঘটতে পারে বলে ধারনা করা হচ্ছে।
‘কাজী মেটাল’ এর স্বত্বাধিকারী ক্ষতিগ্রস্থ জাহাঙ্গীর জানান, রাত ১১.৩০ টার সময় মুঠোফোনে তার দোকানে আগুন লেগেছে এমনটা জানতে পারে দ্রুত এসে দেখেন ভয়াবহ আগুন জ্বলছে। তিনি জানান, তার দোকানে প্রায় ২০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে।
‘রতন ফার্নিসার’ এর স্বত্বাধিকারী মোঃ রতন জানান, শুরুতে তার দোকানে আগুন নিয়ন্ত্রণ করা সম্ভব হয়নি। তার প্রায় ১০-১৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
অপরদিকে সোমবার সকালে ঘটনাস্থল পরিদর্শনে এসে পরশুরাম পৌর সভার মেয়র নিজাম উদ্দিন আহমেদ চৌধুরীর সাজেল অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের সাথে কথা বলে সান্ত্বনা দেন এবং পাশে থাকার আশ্বাস দেন।
Please follow and like us: