
সম্প্রতি ফেনী জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট আকরামুজ্জামান, নিজাম উদ্দিন হাজারী এমপির মাতা ও ভাই মৃত্যু বরণ করেছেন । প্রতিদিন প্রায় শত শত নেতা কর্মী আক্রান্ত হচ্ছেন । ছাগলনাইয়া উপজেলা যুবলীগ নেতা ডা: মাহফুজুল হাসান’র উদ্যোগে ফেনী জেলা আ’লীগের নেতাকর্মীদের জন্য দোয়া মুনাজাত ও মিলাদ মাহফিল আয়োজন করা হয়। ২৮ জুন রবিবার বাদ এশা ছাগলনাইয়া কেন্দ্রীয় ঈদগাহ মসজিদে এ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয় । এ সময় দোয়া ও মিলাদ মাহফিল পরিচালনা করেন অত্র মসজিদের ইমাম মাওলানা মোহাম্মদ আবুল বসর। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ছাগলনাইয়া উপজেলা যুবলীগ নেতা ও মানবসেবী ডা: মাহফুজুল হাসান, পৌর ছাত্রলীগের সম্পাদক সম্পাদক ও মানবসেবী নুর মোহাম্মদ ননী, বঙ্গবন্ধু ব্লাড ব্যাংক ছাগলনাইয়া’র সাধারণ সম্পাদক ও ছাগলনাইয়া উপজেলা আওয়ামী যুবলীগের সহ-সম্পাদক সাংবাদিক মোঃ এনায়েত উল্যাহ সোহেল প্রমূখ। এ সময় দেশ ও জাতির কল্যাণ কামনা করে ও বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে দোয়া মুনাজাত করা হয়।
Please follow and like us: