১৬ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার, ২রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ই রজব, ১৪৪৬ হিজরি

শিরোনামঃ-




বিশ্বম্ভরপুরের সীমান্তে এক  ভূয়া পুলিশ আটক 

সোহেল আহমদ সাজু,  তাহিরপুর .সুনামগঞ্জ, করেসপন্ডেন্ট ।

আপডেট টাইম : ডিসেম্বর ০২ ২০২৪, ২০:৪৭ | 643 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার ধনপুর ইউনিয়ননের সীমান্থ বর্থী  মাছিরপুর বিওপির  ১২০৯/৫ এর  পিলারের নিকট হতে ভূয়া পুলিশকে আটক করে। মাচিম পুর বি জি বি কেম্প।
 ০১ ডিসেম্বর ২৪ তারিখ রাতে সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) এর মাছিমপুর বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত বি জি বি সদশ্যরা  পিলার ১২০৯/৫-এস এর নিকট হতে প্রায় ২ শত গজ সীমান্তু অভ্যন্তরে গামারীতলা নামক স্থানে মোটরসাইকেলে ০১ জন ব্যক্তি পুলিশের পোষাক পরিহিত অবস্থার ড্রাইভারসহ প্রবেশ করেন।
দায়িত্বপূর্ণ সীমান্ত  মাছিমপুর বিওপির রাতের টহলদল কর্তৃক উক্ত ব্যক্তিদ্বয়কে সন্দেহজনক মনে হলে প্রথম’ত ইশারায় ডাকা হলে,এরিয়ে যায়, মোটরসাইকেল আটকে জিজ্ঞাসাবাদে তারা জানায়, আমি আব্দুল বারিক আমি বহুদিন  পাওনা টাকা উদ্ধারের জন্য পুলিশের পোষাক পরিহিত অবস্থায় উক্ত এলাকায় আশি।
আটক কৃর্ত ভূয়া পুলিশ হলেন, তাহির পুর উপজেলার উত্তর মোকশেদ পুর গ্রামের, মো :আবু চন এর ছেলে,মো: বাকির হোসেন (২৮)।
তার সহযোগি মোটরসাইকেল ড্রাইভার একুই থানার দক্ষিণ গোটিলা গ্রামের, আবুল মালেকের ছেলে মো: তাবারত হোসেন (৩০)।
আটককৃত ব্যক্তিদ্বয়কে বিরুদ্ধে  আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বিশ্বম্ভরপুর থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET