
যশোরের বেনাপোল থেকে ২২ বোতল ফেন্সিডিলসহ জাহাঙ্গীর আলম(৩৫)এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। আটকৃত আসামী হলো,বেনাপোল পোর্টথানাধীন ভবেরবেড় গ্রামের মৃতঃ আব্দুল রশিদ ঢালীর ছেলে। শুক্রবার (১১ ফ্রেব্রায়ারী) সন্ধ্যায় পুলিশ জানায় গোপন সংবাদের ভিত্তিতে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে বেনাপোল পোর্ট থানাধীন ভবেরবেড় গ্রামে অভিযান পরিচালনা করে।প্রাচীর বিষ্টিত বাড়ীর রান্না ঘরের ভিতর হতে ২২ বোতল ফেনসিডিলসহ এক মাদক ব্যবসায়িকে গ্রেফতার করে। বেনাপোল পোর্টথানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি কামাল ভূইয়া জানান,আটকৃত আসামীর বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে যশোর আদালতে পাঠানো হবে।এই সংক্রান্তে বেনাপোল পোর্ট থানায় একটি মাদক মামলা রুজু করা হয়েছে।