যশোরের বেনাপোল সীমান্ত থেকে প্রায় ২কোটি টাকা মূল্যের ১কেজি৪৯ গ্রাম ওজনের ৯টি স্বর্ণের বারসহ মনিরুজ্জামান (৩৭) নামে এক চোরাকারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)সদস্যরা।
মঙ্গলবার (৭ অক্টোবর) গভীর রাতে খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি) এর পুটখালী বিওপি’র একটি টহল দল এ অভিযান পরিচালনা করে স্বর্ণসহ আসামিকে আটক করে। আটকৃত আসামি বেনাপোল পোর্ট থানার পুটখালী গ্রামের উত্তরপাড়ার কাদের আলী সর্দারের ছেলে।
বিজিবির পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়-পুটখালী সীমান্ত এলাকা দিয়ে স্বর্ণের একটি চালান অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে পাচার হতে পারে। এমন খবরের ভিত্তিতে ২১ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ খুরশীদ আনোয়ার এর নির্দেশনায় সহকারী পরিচালক সফিয়ার রহমানের নেতৃত্বে পুটখালী বিওপি’র একটি টহল দল অভিযান পরিচালনা করে।অভিযানের সময় টহল দল পুটখালী গ্রামের উত্তরপাড়া এলাকায় সন্দেহভাজন এক ব্যক্তিকে থামতে বললে তিনি পালানোর চেষ্টা করেন। পরে ধাওয়া করে তাকে আটক করা হয়। এসময় তার শরীর তল্লাশিতে কোমরে কস্টেপ দিয়ে অভিনব কায়দায় লুকানো ১.০৪৯ কেজি ওজনের ৯টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।উদ্ধারকৃত স্বর্ণের আনুমানিক বাজারমূল্য ১ কোটি ৮০ লাখ ৫২ হাজার ২৪১ টাকা। একইসাথে তার কাছ থেকে একটি মোবাইল ফোনও জব্দ করা হয়।
এ বিষয়ে খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি)’র অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ খুরশীদ আনোয়ার জানায়, উদ্ধারকৃত স্বর্ণ ট্রেজারি অফিস যশোরে এবং মোবাইল ফোনসহ আটক আসামিকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়।
Please follow and like us:










