
মোঃ ইব্রাহিম হোসেন, ষ্টাফ রিপোর্টারঃ- ভালো কাজের স্বীকৃতি হিসেবে পুরস্কৃত হলেন পুলিশ পরিদর্শক মোহাম্মদ শরীফুল ইসলাম মোহাম্মদপুর থানা। ১২ মার্চ ২০১৮ রোজ সোমবার ডিএমপি হেডকোয়ার্টার্সের ফেব্রুয়ারী ২০১৮ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় ভালো কাজের স্বীকৃতি হিসেবে বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন ডিএমপি’র কমিশনার মোঃ আছাদুজ্জামান মিয়া বিপিএম (বার), পিপিএম।
এ সময় মোহাম্মদপুর থানার পুলিশ পরিদর্শক মোহাম্মদ শরীফুল ইসলাম, পিপিএম ডিএমপি কমিশনার মোঃ আছাদুজ্জামান মিয়া বিপিএম (বার), পিপিএম মহোদয়ের নিকট থেকে এ পুরস্কার গ্রহন করেন। মোহাম্মদপুর থানার জনপ্রিয় পুলিশ পরিদর্শক মোহাম্মদ শরীফুল ইসলাম, যে ভাল কাজের জন্য পুরুস্কার পেয়েছেন তা হচ্ছে ৭টি চোরাই মটরসাইকেল উদ্ধার ও সিন্ডিকেট গ্রেফতার।