ঝিনাইদহ প্রতিনিধিঃ
ঝিনাইদহের মহেশপুর উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে গতকাল বুধবার দুপুরে ২০১৭ সালের জেএসসি পরীক্ষায় গোন্ডেন জিপি-এ প্রাপ্ত ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। মহেশপুর রিপোর্টর্স ইউনিটির উদ্দ্যোগে গোন্ডেন জিপি-এ প্রাপ্ত ছাত্র-ছাত্রীদেরকে এ সংবর্ধনা দেওয়া হয়।
মহেশপুর রিপোর্টর্স ইউনিটির সভাপতি জিয়াউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল ইসলাম।
সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) রোজিনা আক্তার,থানা অফিসার ইনচার্জ (ওসি) লস্কর জায়াদুল হক,পৌর ল্যাব মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এটিএম খাইরুল আনাম, মহেশপুর পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহুরুল ইসলাম,মহেশপুর সাংবাদিক কল্যান সংস্থার সভাপতি আবুল হোসেন লিটন, প্রেস ক্লাবের সভাপতি সরোয়ার হোসেন প্রমুখ।
পরে ২০১৭ সালের জেএসসি পরীক্ষায় গোন্ডেন জিপি-এ প্রাপ্ত ছাত্র-ছাত্রীদেরকে একটি করে স্কুল ব্যাগ ও একটি করে গোলাপ ফুল দিয়ে সংবর্ধনা দেওয়া হয়।