মোঃমশিয়ার রহমান টিংকু(মহেশপুর প্রতিনিধি ) :
ঝিনাইদহের মহেশপুর উপজেলার ৫নং শ্যামকুড় ইউনিয়ন পরিষদে মানবঅধিকার সংস্থা রাইট যশোর ও আরডিসি মহেশপুর কর্তৃক আয়োজিত মানব পাচার প্রতিরোধ কমিটির দিনব্যাপী এক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার সকাল ১০টায় শ্যামকুড় ইউনিয়ন পরিষদের হলরুমে এ সেমিনার অনুষ্ঠিত হয়।শ্যামকুড় ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আমানুল্লার সভাপতিত্বে অত্র সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন -শ্রীনাথপুর বিজিবি’র কোম্পানী কমান্ডার মোঃআঃআজিজ,বিশেষ অতিথী হিসাবে অত্র সেমিনারে বক্তব্য প্রদানকরেন -বিজিবি লেন্স নায়েক মোঃরবিউল ইসলাম, শ্যামকুড় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক মোঃআঃহামিদ।সবশেষে রাইট যশোর ও আরডিসি মানবঅধিকার সংস্হার সকল সদস্যগনের উদ্দেশ্যে বক্তব্য প্রদানকরেন – ৫নং শ্যামকুড় ইউপির চেয়ারম্যান জনাব মোঃআমানুল্লা হক সাহেব।সেমিনারের পরিচালনা ও সার্বিক সহযোগিতায় ছিলেন আরডিসির ইউনিয়ন ফ্যাসিলিটেটর মোঃ নজরুল ইসলাম। বক্তাগন তাদের আলোচনায় মানব পাচার ও অনিরাপদ অভিবাসনের ক্ষতিকর দিক গুলো তুলে ধরেন এবং অনিরাপদ অভিবাসন ও মানবপাচার প্রতিরেধের জন্য কমিটির সদস্যদের এলাকার জনগনকে সাথে নিয়ে নিবিড় ভাবে কাজ করার জন্য পরামর্শ দেন।