মো :সাবিবর হোসেন, ঝিনাইদহ থেকে :- ঝিনাইদহের মহেশপুর সীমান্ত এলাকা থেকে একটি ব্রোঞ্জ নির্মিত মূর্তিসহ আব্দুল হক শাহ নামে এক পাচারকারীকে আটক করেছে বিজিবি। সোমবার বিকালে চয়াডাঙ্গা জেলা প্রশাসনের সহায়তায় বিজিবি ও সরকারের একটি গোয়েন্দা বিভাগ যৌথভাবে এই অভিযান পরিচালনা করেন। আব্দুল হক শাহ জীবননগর উপজেলা শহরের চান্দ আলী শাহর ছেলে। মহেশপুর থানার ওসি লস্কার জায়াদুল হক জানান, সোমবার বিকাল ৫টার দিকে বিজিবি মহেশপুরের স্বরুপপুর ইউনিয়নের কুসুমপুর গ্রামে শাহপাড়া থেকেে অভিযান চালিয়ে একটি ব্রোঞ্জের মুর্তি উদ্ধার করে। তিনি আরো জানান, পাচারকারী আব্দুল হকের কুসুমপুর ছাড়াও জীবননগরেও একটি বাড়ি আছে। সে দুই স্থানেই বসবাস করতো। স্বরুপপুর ইউনিয়নের চেয়ারম্যান মিজানুর রহমান জানান, তিনি এমন ঘটনা শুনেছেন, তবে বিস্তারিত বলতে পারবেন না।
এ বিষয়ে জীবননগর থানার ওসি মহমুদুর রহমান জানান, চুয়াডাঙ্গার অতিরিক্ত জেলা প্রশাসক জসিম উদ্দীনের নেতৃত্বে পরিচালিত বিজিবির চোরাচালান বিরোধী টাস্কফোর্স অভিযান চালিয়ে এই ব্রোঞ্জের মুর্তি উদ্ধার করে। এ সময় এনএসআইয়ের কর্মকর্তাগন উপস্থিত ছিলেন। এ ব্যাপারে জীবননগর থানায় একটি মামলা হবে বলেও তিনি জানান।
Please follow and like us: