‘ক্রিয়াই শক্তি নেশা হতে মুক্তি” মানবিক ও নৈতিক মানুষ হিসেবে গড়ে উঠতে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার গুরুত্ব অপরিসীম। বৃহস্পতিবার সিরাজগঞ্জ সলংগার নইপাড়ায় কে আর ফ্যামেলী উল্লাপাড়া সিরাজগঞ্জ এর অর্থায়নে এবং ভিলেজ ভিশন বাংলাদেশ এর আয়োজনে দশম শ্রেণি বনাম একাদশ শ্রেনীর ছাএদের নিয়ে প্রীতি ভলিবল খেলার আয়োজন করা হয়েছে। খেলা শেষে খেলোয়াড়দের দুটি ভলিবল ও নেট উপহার প্রদান করেন, ভিলেজ ভিশনের উপদেষ্টা মোঃ সাইফুল ইসলাম। এসময়ে তিনি বলেন, উঠতি বয়সের ছেলেমেয়েরা দেশ ও জাতির ভবিষ্যৎ এজন্য এদেরকে মাদকমুক্ত, নেশামুক্ত ও ফ্রি ফায়ার সহ বাজে খেলায় যাতে আসক্ত হয়ে না পরে সেদিকে অভিভাবক সহ সংশ্লিষ্ট সবাইকে এগিয়ে আসতে হবে এবং ছেলেমেয়েদের লেখাপড়ার পাশাপাশি ফুটবল, ক্রিকেট, ভলিবল খেলার পরামর্শ দেন। উক্ত আয়োজনে আরো উপস্থিত ছিলেন ফুটবল খেলোয়াড় জনাব বাবলু, হোস্ট ডাক্তার রাজু আহমেদ। সভাপতিত্ব করেন শরীফ খন্দকার পরিচালক ভিলেজ ভিশন বাংলাদেশ।
Please follow and like us: