জাহিরুল ইসলাম মিলন।।যশোর জেলা প্রতিনিধি:
অবৈধ পথে ভারতে যাতায়াতের সময় বেনাপোল সীমান্ত থেকে পৃথক অভিযান চালিয়ে ৩২ বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যারা। তবে এ সময় কোনো পাচারকারীকে আটক করতে পারেনি বিজিবি সদস্যরা।
আটককৃতদের মধ্যে ১২ জন পুরুষ, ১০ জন নারী ও ১০ শিশু রয়েছে। এদের বাড়ি খুলনা, ঢাকা, নারায়ণগঞ্জ ও বাগেরহাট জেলার বিভিন্ন এলাকায়।
শুক্রবার দুপুরে বেনাপোল সীমান্তবর্তী গ্রাম পুটখালী ও দৌলতপুর মাঠ থেকে তাদের আটক করা হয়।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, অবৈধ পথে ভারতে পাচারের জন্য বেনাপোল সীমান্তে বেশ কিছু নারী-পুরুষকে পাচারকারীরা পার করানোর জন্য জড়ো করছে। পরে বিজিবি ওই সব এলাকায় অভিযান চালালে পাচারকারীরা বিজিবির উপস্থিতি টের পেয়ে কৌশলে পালিয়ে যায়। পরে সেখান থেকে ৩২ জন বাংলাদেশিকে আটক করা হয়। অভিযানে বেনাপোলের পুটখালী ও দৌলতপুর মাঠ থেকে ২১ ব্যাটালিয়নের বিজিবি সদস্যারা তাদের আটক করে।
২১ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল তারিকুল হাকিম জানান, আটককৃতদের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে মামলা দিয়ে বেনাপোল পোর্টথানা পুলিশে সোপর্দ করা হয়েছে।
Please follow and like us: