নাজিম হাসান,রাজশাহী প্রতিনিধি:
রাজশাহীতে ট্রাক চাপায় এক মাছ ব্যবসায়ী নিহত হয়েছে। নিহত ব্যক্তির নাম সোহেল রানা (২৮)। তিনি মহানগরীর মতিহার থানার বামনশিকড় এলাকার হাসেম আলীর ছেলে। মতিহারের খড়খড়ি বাইপাস এলাকায় গতকাল শুক্রবার সকাল সোয়া ৮টার দিকে এই দুর্ঘটনা ঘটে। এ দুর্ঘটনায় জমসেদ আলী (২৭) নামে আরেক মাছ ব্যবসায়ী গুরুতর আহত হয়েছেন। দুর্ঘটনার পর স্থানীয়রা ট্রাকের হেলপারকে গণপিটুনি দেন। তবে ট্রাকের চালক পালিয়ে যান। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের রাজশাহী সদর স্টেশনের একটি দল আহত হেলপার ও মাছ ব্যবসায়ীকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান এ তথ্য জানিয়েছেন। ওসি জানান, সকালে বাড়ি থেকে বাইসাইকেলে করে মহানগরীর খড়খড়ি বাজারের আড়তে আসছিলেন ওই দুই মাছ ব্যবসায়ী। এ সময় খড়খড়ি বাইপাস মোড়ে একটি ট্রাক তাদের বাইসাইকেলকে চাপা দেয়। এতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে সোহেল রানা ঘটনাস্থলেই মারা যান। পরে পুলিশ তার লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করে। ওসি জানান, ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা হবে।